কলকাতা: ২০২৫ সাল যেন রোলার কোস্টার রাইডের মতোই গিয়েছে অভিনেত্রী তমন্না ভাটিয়া (Tamannaah Bhatia)। একদিকে একের পর এক সাফল্য পেয়েছিলেন তিনি, তবে ব্যক্তিগত জীবনে ঝড় গিয়েছে তাঁর। অভিনেতা বিজয় বর্মার (Vijay Varma) সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তাঁর। কিন্তু সেই প্রেম ভেঙে যায় এই, ২০২৫ সালেই। তবে চলতি বছর, একের পর এক কাজ রয়েছে তমন্নার হাতে। সেই কারণেই কি অভিনেত্রীর স্টেজ শো-এর পারফর্মম্যান্স আকাশছোঁয়া?
সদ্যই বর্ষবরণের রাতে, গোয়ায় একটি অনুষ্ঠান করেছিলেন তমন্না ভাটিয়া। গোয়ার সমুদ্রসৈকতে একটি নৃত্য পরিবেশন করেছিলেন অভিনেত্রী। সেই অনুষ্ঠানে কেবল তমন্না নয়, সোনম বাজওয়া, ডিজে চেতস সহ একাধিক শিল্পীর অনুষ্ঠানও ছিল। তবে তমন্না মঞ্চে উঠতেই যেন বদলে যায় গোটা মঞ্চের ছবিটা। প্রত্যেকেই উত্তেজিত হয়ে ওঠে, তমন্নার নাম ধরে চিৎকার করতে থাকে সবাই। নীল মুক্তো বসানো পোশাকে মঞ্চে ঝলমলিয়ে ওঠেন তমন্না। জানা যাচ্ছে, বর্ষবরণের সেই রাতের অনুষ্ঠানের জন্য আকাশ ছোঁয়া পারিশ্রমিক নেন তমন্না। ৬ মিনিটের একটি নৃত্য পরিবেশনা করতে নেন ৬ কোটি টাকা! বলিউডের কোনও অভিনেতা অভিনেত্রীই একটি স্টেজ শো করার জন্য এত টাকা পান না। সেই কারণে মনে করা হচ্ছে, তমন্নাই এই মুহূর্তে স্টেড শো করার জন্য, সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী তমন্নাই।
বিরাট কোহলির সঙ্গে সম্পর্কে ছিলেন তমন্না?
একটা সময়ে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছিল বিরাট কোহলি (Virat Kohli) আর তমন্নার ছবি। সেই থেকেই গুঞ্জন ছড়িয়েছিল যে বিরাটের সঙ্গে নাকি প্রেম করছেন তমন্না। সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে তমন্না জানান, প্রেম করা তো দূর অস্ত, বিরাট কোহলির সঙ্গে তাঁর দেখাই হয়েছে মাত্র ১ বার। একটি বিজ্ঞাপনী শ্যুটে। তারপরে বিরাটের সঙ্গে আর কখনও মুখোমুখি দেখা হয়নি তমন্নার। ফলে প্রেম করার জল্পনা একেবারেই ভিত্তিহীন।
আবদুল রজ্জাকের সঙ্গে বিবাহের গুঞ্জন
একা বিরাট কোহলি নন, তমন্নার নাম জড়িয়েছিল আবদুল রজ্জাকের সঙ্গেও। শোনা গিয়েছিল, তাঁদের প্রেম নাকি এতটাই গভীর ছিল যে গোপনে বিয়ে পর্যন্ত সেরেছিলেন তাঁরা। একটি গয়নার দোকানে একসঙ্গে দেখা গিয়েছিল আবদুল রজ্জাক ও তমন্নাকে। এই বিষয় নিয়ে তমন্না বলেন, 'নেটদুনিয়া একটা ভীষণ মজার জায়গা। এখানে কোনও মানুষের সঙ্গে কোনও মানুষের সম্পর্ক না থাকলেও, কীভাবে এরা ২ জন মানুষকে জুড়ে দিতে পারেন?' এরপরে তিনি ক্যামেরার দিতে হাত জোড় করে বলেন, 'আমি সত্যিই দুঃখিত স্যার (আবদুল রজ্জাক)। আপনি বিবাহিত এবং আপনার ২ -৩ জন সন্তান রয়েছে। আমি সত্যিই জানি না আপনার জীবন কেমন?' তমন্না আরও বলে, এই ধরনের ভিত্তিহীন গুঞ্জন মেনে নিতে ভীষণ কষ্ট হয়। তবে কিছু করার নেই। মানুষের চাহিদাকে তো আর নিয়ন্ত্রণ করা যায় না।'