কলকাতা: সন্দীপ রেড্ডি বঙ্গা (Sandeep Reddy Vanga)-র নতুন ছবি থেকে দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)-র সরে দাঁড়ানো থেকে শুরু করে বলিউডে শুরু হয়েছেন নতুন বিতর্ক। পরিচালক সন্দীপ রেড্ডি বঙ্গা দীপিকার দিকে আঙুল তুলেছেন। দাবি করেছেন, তাঁর দাবি আকাশছোঁয়া। অন্যদিকে দীপিকার পাশে আবার দাঁড়িয়েছেন অনেকেই। বলেছেন, দীপিকা যা যা দাবি করেছেন, তা নায্য। আর এই বিতর্কে সদ্যই জড়িয়ে পড়েছেন তমন্না ভাটিয়া (Tamannaah Bhatia)। দীপিকা নাকি বঙ্গা? কার পক্ষ নিলেন তিনি?
ঘটনার সূত্রপাত যেখান থেকে...
দীপিকা পাড়ুকোনের একটি ভাইরাল ভিডিওতে নেটিজেনরা তমন্না ভাটিয়ার লাইক দেখেছিলেন। যেই ভিডিওতে এমন নারীদের দেখানো হচ্ছে যারা তাদের কাজের সময় অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হন। এই ভিডিওতে দীপিকাও ছিলেন। অভিনেত্রী একজন সাংবাদিককে চুপ করতে বলছেন, দেখা যাচ্ছে। ওই সাংবাদিক বলেছিলেন যে দীপিকার ‘ছপাক’ ছবির জন্য স্বামী রণবীর সিং টাকা দিয়েছিলেন। অথচ অভিনেত্রী নিজেই এই ছবি তৈরির জন্য অর্থ সংগ্রহ করেছিলেন। এর জবাবে তিনি একদম সোজাসাপ্টা বলেছিলেন, ‘এক্সকিউজ মি, এটা কে আপনাকে বলেছে?’ এই ভিডিওটিতেই লাইক দিয়েছিলেন তমন্না।
তমন্নার সাফাই
সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন তমন্না। তিনি তাঁর দীপিকা সংক্রান্ত পোস্ট লাইক করা নিয়ে কোনও কথা বলেননি। তিনি কেবল নিজের একটি ছবি শেয়ার করে নিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, 'ইনস্টাগ্রাম দয়া করে এই বিষয়টার দিকে নজর দাও। একাধিক পেজ আপনা আপনি লাইক হয়ে যাচ্ছে আর মানুষ সেটা নিয়ে গল্প বানাচ্ছে। সবটাই একেবারে ভিত্তিহীন।' কোনও নাম না নিয়েও তমন্না যেন স্পষ্ট করে দিয়েছেন, তিনি ইচ্ছাকৃতভাবে দীপিকা পাড়ুকোনের কোনও ভিডিও লাইক করেননি। সবটাই ইনস্টাগ্রামের গ্লিচ।
দীপিকা কী দাবি জানিয়েছিলেন?
সন্দীপ রেড্ডি বঙ্গার প্রোজেক্টে কাজ করার জন্য দীপিকা নাকি অনেকটাই বেশি পারিশ্রমিক চেয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, দিনে তিনি ৬ ঘণ্টার বেশি শ্যুটিং করবেন না। ১০০ দিনের বেশি তিনি কোনও ছবির জন্য শ্যুটিং করবেন না। করলে তাঁকে প্রত্যেক দিনের জন্য় উপরি টাকা দিতে হবে।