নয়াদিল্লি: ‘বাহুবলী’ সিনেমায় অভিনেত্রী তমান্না ভাটিয়ার অভিনয় দর্শকদের প্রশংসা পেয়েছে। আর জনপ্রিয় এই সিনেমার দুটি পর্বে অভিনয় তাঁকে শারীরিক ও মানসিকভাবে বদলে দিয়েছে বলে জানিয়েছেন স্বয়ং অভিনেত্রী। তমন্না বলেছেন, বাহুবলী সিনেমার দুটি পর্বে অভিনয় তাঁকে শুধু শারীরিক দিক থেকেই শক্তিশালী করে তোলেনি, সেইসঙ্গে জীবনে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও সাহসী করে তুলেছে।
২০১৯-এ তমান্নার প্রথম সিনেমা মুক্তি পেয়েছে এবং তাঁর হাতে এখন বিভিন্ন ভাষার ও আঞ্চলিক সিনেমার কাজ রয়েছে।
হিন্দি সিনেমায় কাজের ব্যাপারে প্রশ্ন করা হলে তমান্না বলেছেন, আপাতত তিনি কোনও হিন্দি সিনেমায় কাজ করছেন না। তবে হিন্দি সিনেমায় কাজ করতে প্রস্তুত তিনি। কিন্তু হিন্দি সিনেমা বলেই কোনও কিছুতে কাজ করবেন, এমন কিন্তু নয়। তমান্না বলেছেন, ভালো সিনেমায় কাজ করতে চান তিনি।
আঞ্চলিক ভাষায় তাঁর একটি সিনেমা ‘সাই রা নরসিমা রেড্ডি’ হিন্দিতে মুক্তি পাবে। এই সিনেমায় রয়েছেন চিরঞ্জীবীও। সেইসঙ্গে মেগাস্টার অমিতাভ বচ্চনকেও দেখা যাবে এই সিনেমায়।
একজন অভিনেত্রী ও ব্যক্তিগতভাবে জীবনে বদল আসার কৃতিত্ব তমান্না দিয়েছেন রাজামৌলির ‘বাহুবলী’ সিনেমাকে। ওই সিনেমায় তাঁর অবন্তিকা নামে এক যোদ্ধার ভূমিকায় দেখা গিয়েছিল।
তমান্না বলেছেন, ‘আমি উচ্চতায় ভয় পেতাম। আমি খুব সাহসী ছিলাম, এমনটা নয়। কিন্তু ওই সিনেমায় আমাকে প্রচুর স্টান্ট করতে হয়েছিল। সেজন্য ওই চরিত্রের জন্য শারীরিক দিক থেকে শক্তপোক্ত হওয়া প্রয়োজন ছিল। শুধু শারীরিক দিক থেকেই নয়, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও সাহসী হয়ে উঠেছি’।
তমান্না জানিয়েছেন, এখন এমন সব সিনেমা তিনি বাছেন, যেগুলিতে তাঁর আগ্রহ রয়েছে।
‘বাহুবলী’ সিনেমায় অভিনয় শারীরিক ও মানসিক দিক থেকে বদলে দিয়েছে, বললেন তমান্না ভাটিয়া
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
25 Mar 2019 04:33 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -