কংগ্রেস কেন্দ্রে ক্ষমতায় এলে সবচেয়ে গরিব ২০ শতাংশ পরিবারকে বছরে ৭২ হাজার টাকা, ন্যূনতম আয়ের গ্যারান্টি স্কিম ঘোষণা রাহুলের
Web Desk, ABP Ananda | 25 Mar 2019 02:49 PM (IST)
নয়াদিল্লি: বড়সড় নির্বাচনী প্রতিশ্রুতি ঘোষণা করে রাহুল গাঁধী জানালেন, লোকসভা ভোটে জিতে কংগ্রেস কেন্দ্রে সরকার গড়তে পারলে দেশের সবচেয়ে গরিব অংশের ২০ শতাংশ পরিবারকে বছরে ৭২ হাজার টাকা করে দেবে। সাংবাদিক সম্মেলন করে গরিবি দূরীকরণে দলের দায়বদ্ধতার কথা ঘোষণা করে কংগ্রেস সভাপতি মন্তব্য করেন, গরিবির বিরুদ্ধে চূড়ান্ত আক্রমণ শুরু হয়েছে। দেশ থেকে দারিদ্র্য ঘুচিয়ে দেব আমরা। বছরে ১২ হাজার টাকা পর্যন্ত আয় যে পরিবারের, তারা এই স্কিমের সুযোগ পাবে বলে জানা গিয়েছে। কয়েকদিন আগেই রাহুল এধরনের ন্যূনতম আয়ের গ্যারান্টি দেওয়ার কথা বলেছিলেন তিনি। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকার অন্তর্বর্তী বাজেট পেশ করে দেশের কৃষকদের বছরে ২০০০ টাকা করে তিনবার মোট ৬ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়ার কথা জানিয়েছে। রাহুল তার পাল্টা ভোটের মরসুমে ন্যূনতম নিশ্চিত আয়ের প্রকল্প আনছেন বলে অভিমত পর্যবেক্ষক মহলের। কংগ্রেসের এই পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের ৫ কোটি গরিব পরিবার ও প্রায় ২৫ কোটি মানুষ সরাসরি উপকৃত হবেন। কংগ্রেস এই প্রকল্পের আর্থিক দিকগুলি, সম্ভাব্য প্রভাব-প্রতিক্রিয়া গভীর ভাবে বিশ্লেষণ করেছে, তা চূড়ান্ত করার আগে নামী অর্থনীতিবিদ ও আর্থিক বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে পরামর্শ নিয়েছে বলেও জানান রাহুল। দাবি করেন, এটা খুবই শক্তিশালী, সুচিন্তিত, নতুন দিশা দেখানো এক ভাবনা। গত ৫ বছরে দেশের মানুষ দুর্দশা ভোগ করেছেন, আমরা তাঁদের ন্যয়বিচার দেব বলেও জানান তিনি।