নয়াদিল্লি: কিছুদিন ধরেই হিন্দু ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে বিতর্কের কেন্দ্রে ‘তাণ্ডব’। দেশের একাধিক শহরে এই ওয়েব সিরিজের নির্মাতাদের বিরুদ্ধে ধর্মীয় আবেগে আঘাতের দায়ে এফআইআর রুজু করা হয়েছে। পাশাপাশি উত্তরপ্রদেশের পুলিশকর্মী, দেবদেবীদের ভুল ভাবে তুলে ধরা, প্রধানমন্ত্রীর একটি চরিত্রকে খারাপভাবে দেখানোর অভিযোগও রয়েছে। সেই প্রেক্ষাপটেই তার নির্মাতাদের গ্রেফতার হওয়া থেকে বাঁচতে অন্তর্বর্তী সুরক্ষার আর্জিতে সাড়া দিল না সুপ্রিম কোর্ট। ছবির সঙ্গে যু্ক্ত পরিচালক আলি আব্বাস জাফর, অ্যামাজন প্রাইম ইন্ডিয়ার প্রধান অপর্ণা পুরোহিত, প্রযোজক হিমাংশু মেহরা ও তাণ্ডব শো-এর কাহিনিকার গৌরব সোলাঙ্কি, অভিনেতা জিশান আয়ুবের দায়ের করা পৃথক তিনটি পিটিশনের শুনানি করে সুপ্রিম কোর্টের বেঞ্চ, যাতে রয়েছেন বিচারপতি অশোক ভূষণ, বিচারপতি আর সুভাষ রেড্ডি ও বিচারপতি এম আর শাহ। তাঁরা ধর্মীয় অনুভূতি ক্ষুন্ন করার অভিযোগে তাঁদের গ্রেফতারি থেকে বাঁচতে সুরক্ষা দিতে অস্বীকার করেছেন, তবে বিভিন্ন রাজ্যে দায়ের হওয়া এফআইআর একত্রে যুক্ত করার আবেদন খতিয়ে দেখতে রাজি হয়েছেন। ভারতীয় দণ্ডবিধির ১৫৩ এ, ২৯৫ ধারায় ফৌজদারি অভিযোগ রয়েছে তাঁদের নামে।
এই রায়ের ফলে ওয়েব সিরিজের নির্মাতাদের গ্রেফতার হওয়ার সম্ভাবনা বহাল রইল।
তবে ‘তাণ্ডব’ নির্মাতাদের শীর্ষ আদালত আগাম জামিন চেয়ে বা এফআইআরগুলি খারিজ করার আবেদন জানাতে হাইকোর্টের দ্বারস্থ হতে বলেছে। একটি সূত্র বেঞ্চকে উদ্ধৃত করে বলেছে, আমরা ফৌজদারি দণ্ডবিধির ৪৮২ ধারার আওতায় ক্ষমতা প্রয়োগ করতে পারি না। আমরা অন্তর্বর্তী সুরক্ষার নির্দেশ দিতে পারি না।
৯টি এপিসোডে মুক্তি পাওয়া রাজনৈতিক থ্রিলার এই ওয়েব সিরিজের নির্মাতাদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরগুলি খারিজের আবেদনের ব্যাপারে উত্তরপ্রদেশ,মধ্যপ্রদেশ ও কর্নাটক সরকারের মতামত জানতে চেয়েও নোটিশ জারি করেছে শীর্ষ আদালত।
এদিকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগের পরিপ্রেক্ষিতে বিতর্ক মাথাচাড়া দেওয়ায় তাণ্ডব পরিচালকরা জানিয়েছিলেন, তাঁরা ওয়েব সিরিজ থেকে কিছু দৃশ্য বাদ দেবেন।
প্রসঙ্গত, ওয়েব সিরিজটিতে অভিনয় করেছেন সঈফ আলি খান, ডিম্পল কাপাডিয়া, মহম্মদ জিশান আয়ুবের মতো বলিউডের নামী তারকারা।
বিচারপতিরা বলেছেন, আপনাদের মতপ্রকাশের অধিকার নিরঙ্কুশ, চূড়ান্ত নয়। আপনারা একটি ধর্মের লোকজনের আবেগে ঘা দিতে পারে, এমন চরিত্রে অভিনয় করতে পারেন না।