মুম্বই : এবার নেপোটিজম নিয়ে মুখ খুললেন তনুজা-কন্যা তনিশা মুখোপাধ্যায়। নেপোটিজমকে সম্পূর্ণ অনর্থক বলে দাবি করে ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি। তনিশা মুখোপাধ্যায় তাঁর পরিবারের সদস্যদের নাম করে করে বলেছেন, 'আমার পরিবারের দিকে তাকান। আমার মায়ের নাম তনুজা। বোনের নাম কাজল। তুতো বোন রানি মুখোপাধ্যায়। জামাইবাবু অজয় দেবগন। তারপরেও আমার নিজের কেরিয়ারের এই অবস্থা!' তাই নেপোটিজম নিয়ে বিতর্ক শুধু সময় নষ্ট ছাড়া কিছুই নয় বলেই মত তনিশার।


একটি সংবাদপত্রের সঙ্গে কথা বলতে গিয়ে তনিশা মুখোপাধ্যায় বলেছেন, 'নেপোটিজম নিয়ে বিতর্ক হা চর্চা করাই অনর্থক। এটা যেন হঠাৎ করে উঠে আসা একটা শব্দ। মানুষ নিজের মতো করে অনর্গল এই বিষয়ে কথা বলে যাচ্ছে। যার কোনও অর্থই নেই। আজকের ইন্ডাস্ট্রি এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে, যেখানে আপনি পরিশ্রম না করলে নিজেকে খুঁজে পাবেন না। স্টার কিড হওয়া কতটা সমস্যার, সেটা কেবল স্টারকিডরাই বুঝবেন। লোকেরা কেবল বলবেন, এ তো ধর্মেন্দ্রর ছেলে। ওঁর তো ধর্মেন্দ্রর মতো হওয়া উচিত। অথবা ও তো তনুজার মেয়ে। তাহলে, ওঁর তো তনুজার মতো হওয়া উচিত।'


তনিশা মুখোপাধ্যায় আরও বলেছেন, 'নেপোটিজমের এক নম্বর উদাহরণ তো আমার হওয়া উচিত ছিল। আমার একদিকে রয়েছে তনুজার মতো নাম। আর একদিকে রয়েছে অজয় দেবগনের মতো নাম। আমার সঙ্গে রয়েছে কাজলের মতো নাম। আবার আমার সঙ্গে রয়েছে রানি মুখোপাধ্যায়ের মতো নাম। এছাড়াও রয়েছে অয়ন। সে-ও আমার আত্মীয়। উনি একজন পরিচালকও। সবার আমার কেরিয়ারের দিকে তাকানো উচিত। তাহলেই বুঝবেন এত বড় বড় নাম আমার সঙ্গে থাকলে, তাহলে আমি অনেক কাজ করলাম না কেন?' তনিশা মুখোপাধ্যায় নিজের বোন কাজলের সঙ্গে তাঁর তুলনা করা নিয়েও কথা বলেছেন। তনিশা মুখোপাধ্যায় বলেছেন, 'শুরুর দিকে আমি যখন অভিনয় জগতে এসেছিলাম। তখন সবাই বলতো, ওঁর তো কাজলের মতো হওয়া উচিত। কিন্তু, আমি কাজলের মতো কী করে হব? কাজল আমার থেকে লম্বা বেশি। ওঁর আর আমার চুলের স্টাইল অন্যরকম। আমাদের চোখের রঙ আলাদা। তাহলে আমি কাজল হব কী করে, তাই না?'