কলকাতা: ফের বড়পর্দায় তথাগত মুখোপাধ্যায় (Tathagata Mukherjee) ও বিবৃতি চট্টোপাধ্যায়ের (Bibriti Chatterjee) জুটি। তবে ঠিক 'ভটভটি'-র (Bhotbhoti) মতোই। নায়িকা ও পরিচালক হিসেবে। নতুন ছবি 'গাকি' (Gaki)-র প্রথম পোস্টারে দেখা গেল পাহাড় আর সেখানে বিবৃতির ছায়ামূর্তি।                                                                                                                                                   


তথাগত এই ছবি একটি পূর্ণদৈর্ঘ্যের ভূতের ছবি। 'গাকি' বৌদ্ধধর্মের একটি ভূত। ছবির মুখ্যভূমিকায় রয়েছেন বিবৃতি। ছবিতে তাঁর চরিত্রের নাম তানিয়া। তাঁর বিপরীতে দেখা যাবে  বিশ্বাবসু বিশ্বাসকে। এছাড়াও ছবিতে রয়েছেন অম্বরীশ ভট্টাচার্য, অনির্বাণ চক্রবর্তী, দেবপ্রসাদ হালদার, স্বস্তিকা বন্দ্যোপাধ্যায়, অনিমেষ ভাদুড়ি, ঋতুপর্ণা, শুভশ্রী দত্তের মতো অভিনেতা অভিনেত্রীরা। পরিচালনার সঙ্গে সঙ্গে এই ছবির একটি চরিত্রে অভিনয়ও করছেন তথাগত।                                                                                                           


আরও পড়ুন: January Tollywood Release: বক্স অফিসে মুখোমুখি 'দিলখুশ' আর 'কাবেরী অন্তর্ধান', জানুয়ারিতে মুক্তির তালিকায় 'মানবজমিন', 'মায়াকুমারী'-ও


এই ছবির অনেকটা অংশের শ্যুটিং হয়েছে স্পিতি ভ্যালিতে। সেখানে ক্যামেরার কাজ করেছেন খোদ তথাগতই। বাকি কলাকুশলীদের শ্যুটিং হয়েছে কলকাতাতেই। কলকাতায় ক্যামেরার কাজ করেছেন উত্তরণ দে।                                                                             


সদ্য মুক্তি পাওয়া পোস্টারে পাহাড়ের কোলে দেখা গিয়েছে বিবৃতির ছায়ামূর্তি। একটি উপত্যকায় ঘুরতে গিয়ে একটি বৌদ্ধ গুম্ফা থেকে একটি শৈল্পিক জিনিস ব্যাগে করে নিয়ে আসে বিবৃতি ওরফে পর্দার তানিয়া। সেই জিনিসটি গাকির চোখ। এই গাকির চোখের ঠিক কী কী প্রভাব পড়ে তানিয়ার জীবনে সেই নিয়েই এগিয়ে যাবে ছবির গল্প।