কলকাতা: গত শুক্রবার, ৯ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে তথাগত মুখোপাধ্যায় (Tathagata Mukherjee) পরিচালিত 'পারিয়া' (Pariah)। পথকুকুরদের নিয়ে সচেতনতা তৈরির উদ্দেশ্য নিয়ে নির্মিত এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chatterjee)। প্রথম দিনে বিশেষ সাড়া না মিললেও, মুখে মুখে রটেছে ছবির প্রশংসা। তারই ফলস্বরূপ ধীরে ধীরে বাড়ছে হলের সংখ্যা। বাড়ছে হলমুখী দর্শকের সংখ্যাও। স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত টিম 'পারিয়া'। উচ্ছ্বসিত ছবির পরিচালক তথাগত মুখোপাধ্যায়ও। এবিপি লাইভকে ফোনে দেওয়া সাক্ষাৎকারে কী বললেন তিনি?


দর্শকের ভালবাসা পাচ্ছে 'পারিয়া', উচ্ছ্বসিত পরিচালক তথাগত মুখোপাধ্যায়


সিনেমা মুক্তির আগে একান্ত সাক্ষাৎকারে তাঁকে বিশেষ পাওয়া যায়নি। কেন জিজ্ঞেস করতেই অকপট তথাগত, 'আমি চেয়েছিলাম ছবিটা আগে কথা বলুক। এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে তৈরি ছবি। বলা চলে ব্যক্তিগত প্রতিশোধের ছবি। তাই 'প্রতিশোধ' নেওয়ার আগে বিশেষ কথা বলার প্রয়োজন আছে বলে মনে হয়নি। ছবিটা আসলে ন্যায় বিচারের ছবি। রাস্তার কুকুরদের ওপর অত্যাচারের কোনও বড় শাস্তি নেই। আমাদের সংবিধানে এমন কোনও আইন নেই যাতে তাঁদের বড় শাস্তি হয়। আমার মতো বহু মানুষ যাঁরা ওদের (পথ কুকুর) ওপর অত্যাচারের প্রতিবাদ করে থানা বা কোর্টে গিয়েছেন, কিন্তু কোনও বিচার পাননি, তাঁরা কোথাও গিয়ে এই ছবির সঙ্গে একাত্ম হয়ে সেই জাস্টিট পাচ্ছেন বলে বিশ্বাস করছেন। আমি অনেক দর্শককে কাঁদতে দেখেছি। কোনও জ্ঞান দেওয়া উদ্দেশ্য ছিল না আমার। যে না পাওয়াগুলো রয়েছে সেগুলিকে কোথাও মনে হয় এই সিনেমার মধ্যে দিয়ে ন্যায়বিচার দিতে পেরেছি।'


ছবির কাস্টিং করার সময় কি তবে 'পশুপ্রেমী' হিসেবে পরিচিত অভিনেতা-অভিনেত্রীদের খুব সন্তর্পণে বেছেছেন পরিচালক? 'আমি দুটো জিনিস মাথায় রেখে কাস্টিং করি। এক আমার মাথায় চরিত্রের যে স্কেচটা রয়েছে তাঁর সঙ্গে অভিনেতা বা অভিনেত্রী শারীরিক মিল কতটা রয়েছে। এছাড়া হচ্ছে কারা আমার ছবিতে নিজের ২০০ শতাংশ ঢেলে দেবেন। আমার সমস্ত ছবির আগে একটা ২ থেকে ৩ মাসের রিহার্সাল হয়। কেউ একটা সংলাপের জন্য থাকলেও আগে রিহার্সাল করেই ফ্লোরে যান। শিল্পীর তরফে সেই যোগদান না থাকলে শ্যুট করা কঠিন', উত্তর পরিচালকের। 


মাত্র চারদিনেই বেড়েছে শোয়ের সংখ্যা। ভালবাসা বাড়ছে দর্শকের তরফে। শুধু শহর নয়, শহরতলিতেও হাউজফুল শো। কেমন লাগছে পরিচালকের? তথাগতর প্রতিক্রিয়া, 'ছবিটা তো সবে ৪ দিন হয়েছে। আমি চাই আরও বেশি মানুষের কাছে পৌঁছক ছবিটা। পরিবার নিয়ে মানুষ এই ছবি উপভোগ করুন আমি চাই। ১৮-এর নিচে বাচ্চাদের দেখা বারণ এখন, কারণ 'A' ছাড়পত্র পেয়েছে 'পারিয়া'। কিন্তু বয়স্ক দর্শক যাঁরা আসছেন, এই ছবি দেখছেন, তাঁরাও হাসিমুখেই বেরোচ্ছেন, কারণ তাঁরাও দেখছেন অপরাধীকে শাস্তি দেওয়া হচ্ছে। এই ছবির প্রত্যেক চরিত্রই তো কালো, ডার্ক ক্যারেক্টার! সেই খারাপের মধ্যেও যখন কেউ একজন অন্যায়ের বিরুদ্ধে লড়ছে এবং জয়ী হচ্ছে, তখন সাধারণ মানুষেরও কোথাও গিয়ে মনে হয় যে তাঁরা জিতে যাচ্ছেন। সেটাই উদ্দেশ্য। ফলে আরও বেশি পরিবারের কাছে পৌঁছতে চাই, এবং সেটা গোটা দেশে, শুধু এখানে নয়।'


তবে 'পারিয়া' কি শুধুই পথের পশুদের নিয়ে কথা বলে? নাকি প্রতিনিয়ত যে সমস্ত নিষ্পাপ প্রাণ কোনও না কোনওভাবে লাঞ্ছিত হচ্ছে তাদের হয়েও ন্যায়ের দাবি করছে? পরিচালক বলছেন, 'সমাজে দুই ধরনের মানুষ হন, ভাল ও খারাপ। এবং তার বাইরে যেটা পড়ে থাকে তারা হলেন 'নিরপরাধ' বা 'নিষ্পাপ'। এদের ওপর অকারণ অত্যাচার হয়, কেবলমাত্র এক গোষ্ঠীর আশ মেটানোর জন্য, তার একাধিক কারণ হতে পারে। কেউ অফিসে বকা খাচ্ছে, কারও পরিবারে অশান্তি, আর সেই হতাশা বা পরাজয়ের ফলস্বরূপ অন্য কারও ওপর অত্যাচার করা। এখানে কুকুর হয়তো একটা হাতিয়ার, কারণ তাদের নিয়ে সচেতনতা বৃদ্ধি প্রয়োজন। কিন্তু এমন উদাহরণ ঘরে ঘরে রয়েছে। মানুষ মানুষের ওপর শারীরিক অত্যাচার হয়তো কম, কারণ তাতে শাস্তি গুরুতর। কিন্তু কুকুরদের ক্ষেত্রে সেই নৃশংস শারীরিক অত্যাচার প্রতিনিয়ত হয়ে চলেছে। যার বিরুদ্ধে কোনও বড় আইন নেই, যা রয়েছে তা এতও লঘু যে কোনও প্রভাব পড়ে না। সেই সচেতনতা বাড়ানো প্রয়োজন। ওদেরও প্রাণ আছে, আর ওদের জন্যও কোনও রক্ষক আসতে পারে কোনওদিন, সেই বার্তাই পৌঁছে দেওয়া মূল লক্ষ্য এই ছবির।'


আরও পড়ুন: Sohini-Shovan: সাদা বরফ গায়ে মেখে ছুটি কাটাচ্ছেন সোহিনী, স্যুইডেন সফরে সঙ্গী শোভন?


তবে এই ছবি 'ভলিউম ১'। প্রথম পর্ব। পরিচালক জানাচ্ছেন এই ছবিতে একাধিক নৈতিকতার প্রশ্ন তোলা হয়েছে, যার উত্তর মিলবে আগামী পর্বে। ছবি দেখতে দেখতে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে কুকুরের জন্য ভালবাসা আছে, অন্য প্রাণীদের জন্য নেই কেন? কিন্তু সেই প্রশ্নের উত্তরের আভাসও এই ছবিতে দেওয়া হয়েছে। তথাগতর কথায়, 'পরের ভলিউমে আরও গভীরে গিয়ে বিশ্লেষণ করা হয়েছে', যা সবকিছু ঠিকঠাক থাকলে মুক্তি পেতে পারে আগামী বছরেই। আপাতত ছবির গোটা টিম দর্শকের থেকে হাতেগরম প্রতিক্রিয়া পেতে একাধিক হল ভিজিটের সিদ্ধান্ত নিয়েছে। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।