কলকাতা: এই খবর ঘোষণা হওয়ার পর থেকেই বিভিন্ন গুঞ্জন। কেন হঠাৎ সমস্ত ওটিটি প্ল্যাটফর্ম ছেড়ে ইউটিউবে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হল এমন একটা বিগ বাজেট ছবির? কেনই বা স্যাটেলাইট বিক্রিও করা হল না ছবির? এবার 'ভটভটি' (Bhotbhoti) নিয়ে যাবতীয় প্রশ্নের উত্তর দিতে কলম ধরলেন ছবির পরিচালক খোদ। তথাগত মুখোপাধ্যায় (Tathagata Mukherjee)।
সোশ্যাল মিডিয়ায় আজ একটি লম্বা পোস্ট করে তথাগত লিখেছেন, 'অনেকেই জানতে চেয়েছেন মেসেজ করে, যে আগামী ১৬ই অগাস্ট "ভটভটি" কেন ইউটিউবে মুক্তি পাচ্ছে। কেন কোনও প্রথাগত ওটিটি নয়! এটা ভুল সিদ্ধান্ত কিনা, এতে সিনেমাটার জন্য ক্ষতি হল কিনা, সব ওটিটিকে বলা হয়েছে কিনা ,কেন কিনবে না ইত্যাদি... আমি তাঁদের সবাইকে জানাতে চাই, ভুল হয়েছে! এবং ভুলটা করেছেন আমার প্রযোজকরা। প্রথম ভুল, আমাকে বার বার সিনেমা বানাতে দেওয়া। দ্বিতীয় ভুল, ব্যবসার অঙ্কের চেয়ে শিল্পবোধকে সামনে রাখা। তৃতীয় ভুল, শিল্প স্বাধীনতায় বিশ্বাস রাখা, চতুর্থ ভুল যোগ্যতাকে চেয়ারের ক্ষমতার চেয়ে গুরুত্বপূর্ণ মনে করা। পঞ্চম ভুল, সিনেমার স্বার্থকে সর্বাধিকার দেওয়া। হয়তো এই ভুলগুলো করেছে বলেই 'ইউনিকর্ন', 'ভটভটি', 'পারিয়া' এই সমস্ত তৈরি হয়েছে।'
তথাগত আরও লিখছেন, ' আগামীতে আরও অনেক ভুল তাঁরা করবেন এবং আরও মানুষ এ ধরণের ভুলের সাথে যুক্ত হবেন এ আমার দৃঢ় বিশ্বাস। আমিও এই ভুলের অংশ বার বার হতে চাই। বার বার এমন সিনেমা নির্মাণ করতে চাই, যা আমার আশেপাশের সব কিছুর ভেতরের "সত্যি" টাকে একেবারে নগ্ন করে ছাড়বে। একটা নৈতিক দর্শন বা উদ্দেশ্য ছাড়া সিনেমা বানানো কোনোদিনই আমার পক্ষে সম্ভব না। আর সেই দর্শনকে স্পষ্টভাবে উচ্চস্বরে বলার জন্য এই মানুষগুলোকে প্রয়োজন। ২০২৪ সালে ভটভটি ইউটিউবে রিলিজের মূল কারণ, একটাই যাতে "ভটভটি" সর্বসাধারণের কাছে পৌঁছে যায়। আর যে দর্শন আর উদ্দেশ্য নিয়ে আমরা গোটা টিম প্রায় এক বছর ধরে ভটভটি বানিয়েছিলাম, সেটা স্বার্থকতা খুঁজে পায়। হ্যাঁ আমার প্রযোজকরা ২০২২ সালে ভটভটির রিলিজের পরে সিনেমাটির রাইট স্যাটেলাইট বা ওটিটিতে বিক্রি করেননি, কারন তাদের মনে হয়েছিল ভটভটির উপযুক্ত মূল্যায়ন হচ্ছে না। বেশ করেছেন করেননি। প্রযোজক হিসেবে তাদের সম্পূর্ণ অধিকার আছে তাদের সিনেমার মূল্য নির্ধারণের।'
তথাগত আরও লিখছেন, 'তাই আজ আমার প্রযোজকরা এবং আমি সিদ্ধান্ত নিয়েছি এই মৃতপ্রায় বাংলা বাজারে আমাদের নতুন পথ তৈরি করতে হবে। বিভিন্ন পক্ষ যেভাবে এই বাংলা বাজারে মৃতপ্রায় বাংলা সিনেমার লাশ নিয়ে অধিকার বোধ আর ক্ষমতার লড়াই লড়ে চলেছে, তাতে শুধু আটকে পড়ে শেষ নিঃশ্বাস ফেলছে বাংলা সিনেমা। তাই নিরীক্ষা,তাই নতুন পথে হাঁটার চেষ্টা। কারণ একবার এ দরজা খুলে গেলে বাংলা সিনেমাকে আর কোনও চেয়ার কিম্বা সিন্ডিকেটের দাস হয়ে ইন্সটাগ্রাম ফলোয়ার বিচার করে কাস্টিং করতে হবে না। আমি গর্বিত আমি পাশে পেয়েছি আমার সে সমস্ত ভুল প্রযোজকদের যারা অপেক্ষাকৃত নতুনদের নিয়ে ভটভটির মতো বড় বাজেটের সিনেমা বানাতে যেমন ভাবেননি। আজ 'ভটভটি' সবার কাছে পৌঁছনোর দায়ে ইউটিউবে রিলিজ করছেন তাদের মেরুদন্ড আর সাহসে ভর করে।'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।