কলকাতা: সবাইকে দিতে হবে ওভারটাইমের টাকা। এই দাবিকে ঘিরেই তুঙ্গে টেকনিশিয়ান ও প্রযোজক সংস্থাগুলির বিরোধ। টালিগঞ্জে শ্যুটিং বন্ধ ভুতু, গোয়েন্দা গিন্নি, পটলকুমার গানওয়ালা, কিরণমালা, বেদেনী মলুয়া, আমার দুর্গার মতো অধিকাংশ মেগা ধারাবাহিকের। টেকনিশিয়ানদের দাবি, সবার জন্য চাই ওভারটাইম। চুক্তিপত্র অনুযায়ী ১০ ঘণ্টার পর কাজ করলে ওভারটাইম দিতে হয় সব কর্মীকে। কয়েকটি প্রযোজক সংস্থা তা দিলেও অধিকাংশ মেগা সিরিয়ালের প্রযোজক ওভারটাইম দিচ্ছে না বলে অভিযোগ। ওভারটাইম ছাড়া যে অতিরিক্ত সময় কাজ করা অসম্ভব, তা স্পষ্ট করে দিয়েছেন টেকনিশিয়ানরা। ফলে শ্যুটিং ফ্লোরে ঝুলছে তালা। ফেডারেশনের পক্ষ থেকে শ্যুটিং বন্ধের যাবতীয় দায় চাপানো হয়েছে প্রযোজক সংস্থাগুলির কাঁধে। এই পরিস্থিতিতে জট কাটাতে এদিন দুপুরে বৈঠকে বসে প্রযোজক সংস্থাগুলি। কিন্তু বৈঠক শেষে তাঁরা নিশ্চিত করে বলতে পারেননি কবে কখন শুরু হবে শ্যুটিং। টেকনিশিয়ানদের সঙ্গে প্রযোজকদের বিরোধের জেরে এর আগে ২টি ছবির আউটডোর শ্যুটিং বন্ধ হয়ে যায়। এবার সেই বিরোধ সিরিয়ালের শ্যুটিং-এ। এই পরিস্থিতিতে বিভিন্ন চ্যানেলে চলা মেগা ধারাবাহিকগুলি ভবিষ্যত্‍ কী হবে তা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। যদিও দু’পক্ষই আশাবাদী, সমাধানসূত্র মিলবে।