মুম্বই: টেলিভিশন চ্যানেলে নয়, 'বালিকা বধূ' ('Balika Vadhu') ধারাবাহিক এবার আসছে ওটিটি প্ল্যাটফর্মে (OTT Platform)! ফেব্রুয়ারির ২৮ তারিখ থেকে 'ভুট' (Voot) প্ল্যাটফর্মে দেখা যাবে বালিকা বধূ। আনন্দী, জিগর আর আনন্দের (Anandi, Jigar and Anand) ত্রিকোন প্রেমের গল্প এবার মোবাইল ফোনের মুঠোয়।
'আনন্দী'-র ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী শিবাঙ্গী যোশীকে (Shivangi Joshi)। ওটিটিতে ধারাবাহিকের মুক্তি নিয়ে উচ্ছ্বসিত তিনি। ওটিটির দর্শক মূলত অল্পবয়সী থেকে মাঝবয়সী দর্শক। তাই খুব সহজেই নতুন প্রজন্মের কাছে পৌঁছে যাওয়া যাবে বলে মনে করছেন নায়িকা। একটি সাক্ষাৎকারে নায়িকা জানিয়েছেন, 'বালিকা বধূ ওটিটি প্ল্যাটফর্মে আসছে বলে আমি খুব আশাবাদী। যাঁরা এই ধারাবাহিকের দর্শক আশা করি তাঁরা ওটিটিতেও এই ধারাবাহিক দেখতে সমানভাবে আগ্রহী হবেন। পাশাপাশি এখন নতুন প্রজন্ম ওটিটির দিকেই বেশি ঝুঁকছে। বলিউডের অনেক বড় ছবিও মুক্তির জন্য বেছে নিচ্ছে ওটিটি প্ল্যাটফর্মকেই। কাজেই এই শো ওটিটি প্ল্যাটফর্মে এলে তা আরও অনেক মানুষের কাছে পৌঁছে যাবে। এই সিদ্ধান্ত নিয়ে আমি ভীষণ আশাবাদী।'
আরও পড়ুন: Dhoni-Akshay Advt. Shoot: 'খিলাড়ি'-র সঙ্গে শ্যুটিং 'ক্যাপ্টেন কুল'-এর, নতুন ইনিংস ধোনির?
অন্যদিকে, ধারাবাহিকের অপর অভিনেতা সমৃত ভাওয়া (Samridh Bawa) বলছেন, ' জিগর-এ চরিত্রে অভিনয় করা আমার কাছে একটা দারুণ সুযোগ। আমার অভিনয় সত্তার চরম পরীক্ষা নেয় এই ধারাবাহিক। আর আমি সবসময় আমার সেরাটা দিতে চেষ্টা করি। সবচেয়ে বড় কথা, দর্শকদের কাছ থেকে প্রশংসা বা যে ভালোবাসা পাই তা আমায় আরও ভালো করে কাজ করার অনুপ্রেরণা যোগায়।'
অপর অভিনেতা রণদীপ রাই (Randeep Rai) ও ওটিটি প্ল্যাটফর্মে ধারাবাহিক নিয়ে আসার সিদ্ধান্তে খুশি। সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, 'ধারাবাহিকের নতুন মোড় আর ওটিটিতে এটা টেলিকাস্টের সিদ্ধান্ত হওয়ায় আমি ভীষণ খুশি। আশা করি মানুষ এই ধারাবাহিককে আগের মতোই ভালোবাসবেন। আর আমরা অবশ্যই আগের মতোই নিজেদের সেরাটা দিয়ে অভিনয়ের চেষ্টা করব।'