কলকাতা: গণেশ চতুর্থীতে (Ganesh Chaturthi) বিপদের মুখের জগদ্ধাত্রী, বৈরাগী বাড়ির কৃষ্ণমূর্তি কী উদ্ধার করতে পারবে সে? অন্যদিকে, আসতে চলেছে নতুন ধারাবাহিক 'মিলি'। (Mili) সপ্তাহান্তে একবার চোখ রাখা যাক কোন ধারাবাহিক (TV Serial) অন্দরমহলে কী কী হচ্ছে সেইদিকে.. দেখে নেওয়া যাক টেলি মশালা। (Telly Masala)
জগদ্ধাত্রী
বৈরাগী বাড়ির চুরি যাওয়া কৃষ্ণমূর্তি উদ্ধারের জন্য তদন্ত শুরু করেছে জগদ্ধাত্রী। সে খবর পায়, মেননের কাছেই রয়েছেই বহুমূল্য কৃষ্ণমূর্তি। গণেশ চতুর্থীতে এই মেননের বাড়িতে মহাসমারোহে গণপতি আরাধনা হয়। আর সেই পুজোর দিনই নাকি পাচার হবে ওই মূর্তি। খবর পেয়ে সেখানো পৌঁছয় জগদ্ধাত্রী। পাচার রুখতে চেষ্টা করে সে আর তখনই তার দিকে বন্দুক তাক করে প্রতিরোধের চেষ্টা করে সবাই। জগদ্ধাত্রী মুর্তি উদ্ধার করতে পারবে কি না তা জানা যাবে ধারাবাহিকের গল্পে।
ফুলকি
ফুলকিদের বাড়িতে হঠাৎ হাজির হয় এক গুরুদেব। তিনি বিধান দেন, রোহিতের জীবনে যত অঘটনের মূলে রয়েছে ফুলকি। এই কথা শুনে বাড়ি ছেড়ে চলে যায় ফুলকি। তবে পরে সবাই জানতে পারে, এই গুরুদেব ঠগ। গোটা ঘটনাটাই ঘটেছে রুদ্রদীপের পরিকল্পনায়। ফুলকিকে রোহিতের জীবন থেকে সরানোর চাল ছিল এটা। সবটা স্পষ্ট হয়ে যাওয়ায় ফুলকিকে নিয়ে বাড়ি ফিরে আসে রোহিত। ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে, রোহিত ফুলকিকে বক্সিং শেখাবে।
মন দিতে চাই
এই ধারাবাহিকের গল্পে দেখা যাবে, সোমরাজের আসল মা দেবীকে বন্দ্যোপাধ্যায় বাড়িতে নিয়ে আসে তিতির। সোমরাজ কি দেবীকে নিজের মায়ের জায়গা দেবে? উত্তর মিলবে ধারাবাহিকের গল্পে।
সোহাগ চাঁদ
জনপ্রিয় ধারাবাহিক 'সোহাগ চাঁদ'-এ এখন চলছে ফ্যাশন শো। একের পর এক রাউন্ডে নয়া নয়া রূপে সামনে আসছেন ধারাবাহিকের মুখ্য চরিত্র সোহাগ ওরফে অভিনেত্রী অন্বেষা রায় মুখোপাধ্যায়। বহু প্রতীক্ষিত সেই ফ্যাশন শো উপস্থিত দ্বিতীয় রাউন্ডে। সেখানেও মধ্যমণি হয়ে উঠেছে সোহাগ। স্যুইমস্যুট পরে শোয়ে অংশ নিলেন সোহাগ। কিন্তু সমাজের মতে, তাঁর শারীরিক গঠন একেবারেই স্যুইমস্যুট পরার যোগ্য নয়। কড়া ভাষায় সেই 'বডি শেমিং'-এর (Body Shaming) জবাবও দিতে দেখা যাবে সোহাগকে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে ফ্যাশন নিয়ে প্রচলিত সমস্ত ধ্যানধারণাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে সোহাগ।
মিলি
এই ধারাবাহিক সম্পূর্ণ আলাদা দুটি মানুষের প্রেমের গল্প বলবে। নায়িকা মিলি একজন খুব নরম মিষ্টি স্বভাবের মেয়ে। খুব অল্পবয়সে মা-কে হারিয়েছে সে। জীবনের অপ্রাপ্তি বলতে শুধুই মায়ের ভালবাসা। বাবার প্রতি সমস্ত দায়িত্ব পালন করলেও ভালবাসার প্রত্যাশা করে না সে। মিলির জীবন মোড় নেয় স্বপ্নের বাঁকে, যখন সে রাহুল রায় বর্মনের প্রেমে পড়ে। কে এই রাহুল? সোশ্যাল মিডিয়া ইনফ্লুএন্সার। সেইসঙ্গে মহিলাদের হার্টথ্রবও। মিলি আর রাহুলের বিয়ের ঠিক হয়। সেই দিনটা ছিল স্বপ্নের মতোই সুন্দর। কিন্তু সেই বিয়ের দিনেই হঠাৎ আসরে বন্ধুক হাতে হাজির হয় অর্জুন। অপহরণ করে মিলিকে। আগামী সোমবার থেকে শুরু হবে এই ধারাবাহিক
আরও পড়ুন: Ritabhari Chakraborty: 'অন্তঃসত্ত্বা' ঋতাভরী চক্রবর্তী? সোশ্যাল মিডিয়ায় অবশেষে দিলেন আসল 'সুখবর'