কলকাতা: সপ্তাহান্তে কোন ধারাবাহিকে কী কী হচ্ছে, গল্পে আসছে কী কী মোড়? পুজোর মরসুমে, কোন সম্পর্ক কী মোড় নেবে বাংলা ধারাবাহিকের গল্পে? নজর রাখা যাক, এই সপ্তাহের টেলি মশালায়। 


ইচ্ছেপুতুল


গোটা পরিবারের সামনে ধরা পড়ে যায় ময়ূরীর আসল সত্যিটা। অন্যদিকে, জামিনের আবেদন করে রূপ। গঙ্গোপাধ্যায় পরিবারে ফিরে আসার কথা বলা হয় মেঘকে। সৌরনীলের স্ত্রী হিসেবে কি গঙ্গোপাধ্যায় পরিবারে ফিরে আসবে মেঘ? সেই উত্তর মিলবে ধারাবাহিকের গল্পে। 


কার কাছে কই মনের কথা


শিমুল আর তার বন্ধুরা মহা সমারোহে পালন করল দুর্গাপুজো। সঙ্গে ছিল শিমুলের শাশুড়িও। কিন্তু এই উৎসবে একেবারেই খুশি নয় পলাশ ও পরাগ। তারা পরিকল্পনা করে, শিমুলের সিদ্ধির গ্লাসে বিষ মিশিয়ে দেওয়ার। এবার কী ঘটবে শিমুলের সঙ্গে? সেই গল্পই দেখানো হবে ধারাবাহিকে পর্দায়। 


জগদ্ধাত্রী


ভুয়ো ওষুধের কারবারের অবশেষে হদিশ পায় জ্যাজ ওরফে জগদ্ধাত্রী। অন্যদিকে সমরেশ ও কৌশিকীর বিয়ে নিয়ে ছোট্ট কাঁকনকে ভুল বোঝায় দেবু। সে কাঁকনবে বোঝায়, সমরেশ ও কৌশিকীর আবার বিয়ে হলে সে একা হয়ে যাবে। এবার কী নতুন বিপদে পড়বে কাঁকন?


ফুলকি


ফুলকির ক্ষতি করার চেষ্টা করে শালিনী। ট্রেডমিলে একটি দুর্ঘটনার সম্মুখীন হয় ফুলকি। খবর পেয়ে হাসপাতালে পৌঁছয় রোহিত। ফুলকির জীবন বিপন্ন, কী হবে এরপর? 


নিম ফুলের মধু


ধারাবাহিক 'নিম ফুলের মধু'-তে এখন মহাসপ্তাহ চলছে। রুচিরার উদ্দেশ্যে কটুক্তির বিরোধিতা করতে গিয়ে রাজনৈতিক গুণ্ডাদের কাছে গুরুতরভাবে আহত হয় চয়ন। সেই সমস্ত গুণ্ডাদের উচিত শিক্ষা দেওয়ার শপথ নেয় পর্ণা। রাজনৈতিক ক্ষমতাশালী ব্যক্তিদের সঙ্গে লড়াই শুরু করে পর্ণা। পাশে পায় সৃজনকে। কিন্তু বাড়ির প্রত্যেকেই পর্ণাকে বারণ করে এই লড়াইয়ে নামতে। কী হবে এরপর?


রাঙা বউ


শীল পরিবারের চাবি পাখির হাতে তুলে দেয় বেলা। কিন্তু লক্ষ্মীপুজোর আগেই চুরি হয়ে যায় শীল পরিবারের অনেক সম্পত্তি। পাখি কী পারবে চুরি যাওয়া জিনিস ফিরিয়ে আনতে?


খেলনাবাড়ি


প্রায় শেষের পথে ধারাবাহিক 'খেলনাবাড়ি'। এই ধারাবাহিকে এখন দেখানো হচ্ছে, মনোরমার অতীত সম্পর্কে জানতে পারে মিতুল। মিতুল আর অলোকা যে তার পিছনে পড়ে রয়েছে, তা বুঝতে পারে মনোরমা। গুগলিকে ফাঁদে ফেলার চেষ্টা করে সে। গোটা পরিস্থিতি বুঝতে পেরে, মনোরমার জালে তাকেই ফাঁসানোর চেষ্টা করে মিতুল। গ্রেফতার হয় মনোরমা।