কলকাতা: সপ্তাহান্তে একাধিক ধারাবাহিকের গল্পে আসতে চলেছে বিভিন্ন ট্যুইস্ট। কী কী নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে ধারাবাহিকের চরিত্রদের? আসুন একঝলক নজর রাখা যাক এই সপ্তাহের টেলি মশালা (Telly Mashala)-তে।
অনুরাগের ছোঁয়া
ধারাবাহিক 'অনুরাগের ছোঁয়া' (Anurager Chowa)-তে সূর্যকে নির্দোষ প্রমাণিত করার চেষ্টা করে দীপা। লক আপে বন্দিকে সূর্যকে সে কথা দেয়, দেবীপক্ষের আগেই নির্দোষ প্রমাণিত করবে তাকে। অন্যদিকে, দীপার ক্ষতি করার চেষ্টা করে সূর্য। দীপা কী পারবে সমস্ত বিপদ থেকে নিজেকে বাঁচিয়ে সূর্যকে নির্দোষ প্রমাণিত করতে? উত্তর মিলবে ধারাবাহিকের গল্পে, আগামীকাল থেকেই।
হরগৌরী পাইস হোটেল
প্রভাকর স্মাগলিং চালিয়ে যেতে থাকে। ঈশানী একজন আন্ডারকভার এজেন্ট হিসেবে চেষ্টা করে এই ঘটনা সবার সামনে তুলে ধরছে যে হরগৌরী পাইস হোটেলে ঠিক কী কী ঘটছে। ছদ্মবেশে ঈশানী কী খুঁজে বের করতে পারবে হরগৌরী পাইস হোটেলের বেআইনি কারবারের সঙ্গে কে জড়িত রয়েছেন। অন্যদিকে ভাস্কর ও ফুলির চক্রান্তে গ্রেফতার হয় শঙ্কর। ঐশানী কী পারবে শঙ্করকে নিরপরাধ প্রমাণ করে বাঁচিয়ে আনতে?
জল থই থই ভালবাসা
বিশ্বকর্মা পুজোয় কলোনীর ছেলেদের সঙ্গে ঘুড়ি ওড়াবে বলে ঠিক করে কোজাগরী। তার এই পরিকল্পনায় আহত হয় তার স্বামী ও ছেলেরা। তবে মায়ের শখপূরণে সঙ্গ দেয় মেয়ে তোতা। কোজাগরী কী পারবে ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা জিততে? উত্তর মিলবে ধারাবাহিকে।
সন্ধ্যাতারা
আকাশনীলের কাছে পরিষ্কার হয়ে যায় যে সন্ধ্যা ও তারা দুই বোন। আকাশনীলের মনে হয়, তাকে ধোঁকা দেওয়া হয়েছে। কিন্তু হঠাৎ, আকাশনীলের সঙ্গে অন্য একটি মেয়েকে নিয়ে অবাক হয় সন্ধ্যা ও তারা। কে এই মহিলা? আকাশনীল বাড়িতে আনল কোন নতুন চরিত্রকে? উত্তর মিলবে ধারাবাহিকে।
সোহাগ চাঁদ
চাঁদের আকাদেমীর ভিতপূজো নিয়ে সমস্যা শুরু হয় বন্দ্যোপাধ্যায় বাড়িতে। উমা এই কাজের জন্য নিজের সোনার বালা বিক্রি করার কথা বলে। কিন্তু রহস্যজনকভাবে গায়েব হয়ে যায় সেই সোনার বালা। সূর্য আর কমলিকা এই ঘটনার জন্য দায়ি করে সোহাগকে। এরপর কী হবে? সেই উত্তর মিলবে ধারাবাহিকের গল্পে।