কলকাতা: ধারাবাহিকে গল্প মানেই যেন বাঙালির সন্ধেগুলো জমিয়ে দেওয়ার উপাদান। কাজ সেরে একটু অবসরযাপন। সপ্তাহের শুরুতে একঝলকে দেখে নেওয়া যাক, আগামী সপ্তাহে আপনার জনপ্রিয় ধারাবাহিকের গল্পগুলিতে আসতে চলেছে কী কী ট্যুইস্ট? নতুন কোনও ধারাবাহিক আসছে কী? চোখ রাখা যাক টেলি মশালায় (Telly Mashala)।


মন দিতে চাই


ধারাবাহিক 'মন দিতে চাই' -তে, তিতিরের খোঁজ করতে গিয়ে পুলিশ অফিসারের জেরার মুখে পড় সোমরাজ। অন্যদিকে অন্যমনস্কভাবে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে পথদুর্ঘটনার কবলে পড়ে তিতির। সেখান থেকে তিতিরকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে যান অফিসের বস মিতা বন্দ্যোপাধ্যায়। সোমরাজ কী খোঁজ পাবে তিতিরের? উত্তর মিলবে ধারাবাহিকের গল্পে।


বোঝেনা সে বোঝেনা


ফের পর্দায় ফিরছে অরণ্য আর পাখির প্রেম। অবাক হচ্ছেন? চেনা লাগছে নাম দুটো? নাহ.. নতুন ধারাবাহিক নয়, রিমেকও নয়। পুরনো জনপ্রিয় ধারাবাহিক 'বোঝে না সে বোঝে না'-কেই ফের ছোটপর্দায় ফেরানোর সিদ্ধান্ত নিয়েছেন স্টার জলসার (Star Jalsa)-র নির্মাতারা। ৩ জুলাই থেকে সোমবার থেকে রবিবার রাত ১১টার সময় সম্প্রচারিত হবে এই ধারাবাহিক। এই ধারাবাহিকের হাত ধরেই জনপ্রিয়তা পেয়েছিলেন এমন দুই তারকা, যাঁরা এখন বড়পর্দার বেশ চেনা মুখ। মধুমিতা সরকার (Madhumita Sarkar) ও যশ দাশগুপ্ত (Yash Dashgupta)। তাঁদের জুটিও বেশ জনপ্রিয় হয়েছিল ছোটপর্দায়। অরণ্য আর পাখির সমীকরণে মুগ্ধ হয়েছিলেন দর্শকেরা। সেই মুগ্ধতাকে মাথায় রেখেই এই জুটিতে ফের পর্দায় ফেরাতে চলেছেন চ্যানেলের সংস্থা। ২০১৩ সালে সম্প্রচারিত হওয়া এই ধারাবাহিক ফের আসছে ছোটপর্দায়। তাঁদের জুটির জনপ্রিয়তা এতটাই বেশি ছিল যে দীর্ঘদিন পরে তাঁদের কাস্টিং করে একটি মিউজিক ভিডিও তৈরি করেছিল এসভিএফ প্রযোজনা সংস্থা। সেই সময়েও বেশ জনপ্রিয় হয়েছিল সেটি। 


জগদ্ধাত্রী


জগদ্ধাত্রী ধারাবাহিকে আজ রথযাত্রা স্পেশাল এপিসোড। জগদ্ধাত্রীর সন্দেহ, রথের মধ্যে লুকিয়ে রয়েছে রথের মধ্যেই। চট্টোপাধ্যায় বাড়ির হারিয়ে যাওয়া রত্ন কী সে উদ্ধার করতে পারবে? তাকে সাহায্য করতে কী পদক্ষেপ নেবে নতুন চরিত্ররা? উত্তর মিলবে ধারাবাহিকে। 


রাঙা বউ


ধারাবাহিক 'রাঙা বউ' -তে কারখানা বিক্রি নিয়ে নতুন ষড়যন্ত্র শুরু হল পাখির পরিবারে। সবার সঙ্গে থেকে, কীভাবে এই ছক বানচাল করবে পাখি? কিভাবেই বা বাঁচাবে তার পরিবারকে? উত্তর মিলবে ধারাবাহিকে। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial