কলকাতা:  গত ১৫মে  মুক্তি পেয়েছিল ভিকি কৌশল (Vicky Kaushal) ও সারা আলি খান (Sara Ali Khan) অভিনীত নতুন ছবি 'জরা হটকে জরা বঁচকে' (Zara Hatke Zara Bachke)-র ট্রেলার। লক্ষ্মণ উতেকর (Lakshman Utekar) পরিচালিত এই ছবি ডিভোর্স কমেডি (divorce comedy) ঘরানার। আর এবার প্রকাশ্য়ে এল এই ছবির দ্বিতীয় গান 'তেরে ভাস্তে' (Tere Vaaste)। সচিন-জিগরের সঙ্গীত পরিচালনায় গানটি গেয়েছেন বরুণ জৈন। গানটির কথা অমিতাভ ভট্টাচার্যর। সোমবার জয়পুরের আইকনিক রাজ মন্দির থিয়েটারে গানটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ্য়ে আনেন ছবির মুখ্য় অভিনেতা ভিকি এবং সারা।


গানের দৃশ্য়ায়নে দেখা যাচ্ছে নতুন বাড়ি তৈরি হওয়ার খুশিতে মাতোয়ারা তারা। একে অপরের সান্নিধ্য়ে বেশ আনন্দিত এই ডুয়ো। 


প্রসঙ্গত, কয়েকদিন আগেই, ভিকি কৌশল (Vicky Kaushal) ও সারা আলি খান (Sara Ali Khan) অভিনীত নতুন ছবি 'জরা হটকে জরা বঁচকে'র (Zara Hatke Zara Bachke) প্রথম গান (first song) 'ফির অউর কেয়া চাহিয়ে' (Phir Aur Kya Chahiye) মুক্তি পেয়েছিল। এই গানটি গেয়েছেন অরিজিৎ সিংহ (Arijit Singh)। সচিন-জিগরের পরিচালনায়, অমিতাভ ভট্টাচার্যের লেখায় 'ফির অউর কেয়া চাহিয়ে' মন ছুঁয়েছে হাজারো শ্রোতার।


আরও পড়ুন...


আপনিও স্বাক্ষরের সময় এমন ভুল করেন, সাবধান, জেনে নিন সঠিক উপায়?


২ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'জরা হটকে জরা বঁচকে'। এই প্রথম বড়পর্দায় একসঙ্গে দেখা যাবে সারা আলি খান ও ভিকি কৌশলকে। তাঁদের সঙ্গে অভিনয়ে রয়েছেন রাকেশ বেদি, অনুভা ফতেহপুরিয়া, নীরজ সুদ, শারিব হাশমি, ইনামুল হক প্রমুখ। 


ঠিক কেমন এই ছবির গল্প?


কলেজের প্রেমিক-প্রেমিকা যুগল, কপিল ও সৌম্যা। তাঁদের বিয়ে হয়। কিন্তু বিয়ের শুরুর প্রেম কয়েক বছর পরই উবে যায়। এবার তারা বিচ্ছেদের পথে। কিন্তু তাদের আশেপাশের মানুষই বুঝে উঠতে পারেন না যে তারা কেন আলাদা হতে চাইছে। এই সম্পর্কের টানাপোড়েনের গল্প নিয়েই তৈরি হয়েছে 'জরা হটকে জরা বঁচকে'। 


ছবির সাফল্য় কামনা করে এবার আজমেঢ় শরিফের দরগায় পুজো দিলেন সারা ও ভিকি। পুজো দেওয়ার ছবি সারা পোস্ট করলেন নিজের সোশ্য়াল মিডিয়ায়। 


উল্লেখ্য়, ছবির সাফল্য় কামনা করে এবার আজমেঢ় শরিফের দরগায় হাজির হয়েছিলেন সারা ও ভিকি। পুজো দেওয়ার ছবি সারা পোস্ট করেছিলেন নিজের সোশ্য়াল মিডিয়ায়।