লখনউ: যোগীরাজ্যে দক্ষিণের থালাইভা (Thalaiva)। শনিবার লখনউয়ে (Lucknow) উত্তর প্রদেশের (Uttar Pradesh) মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) বাড়িতে তাঁর সঙ্গে দেখা করলেন তারকা অভিনেতা রজনীকান্ত (Rajinikanth)। শুক্রবারই শহরে পৌঁছেছেন অভিনেতা। তাঁর সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি 'জেলার'-এর স্ক্রিনিং ('Jailer' Screening) ছিল সেখানে। সিনেমা দেখতে উপস্থিত হয়েছিলেন উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য্য (Keshav Prasad Maurya)। 


রজনীকান্তের যোগী-সাক্ষাৎ


যোগী আদিত্যনাথের সঙ্গে সাক্ষাৎ সারলেন রজনীকান্ত। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর পা ছুঁয়ে প্রণাম করলেন অভিনেতা। প্রকাশ্যে এসেছে সেই ছবি ও ভিডিও। ফুলের তোড়া দিয়ে জানালেন শুভেচ্ছাও। 


ইতিমধ্যেই প্রেক্ষাগৃহে দুর্দান্ত সাফল্য লাভ করেছে এই ছবি। ইতিবাচক প্রতিক্রিয়া পেয়ে উচ্ছ্বসিত অভিনেতা। ধন্যবাদ জানিয়েছেন দর্শককে। সংবাদ সংস্থা এএনআইকে বলেন, '...ছবিটি যে হিট হয়েছে এটা ঈশ্বরের আশীর্বাদ।'


এর আগে রজনীকান্ত পৌঁছেছিলেন ঝাড়খণ্ডের রাঁচিতে। শুক্রবার তিনি রাজ্যের বিখ্যাত ছিন্নমস্তা মন্দিরেও যান, পুজো দেন। রাঁচির 'যগোদা আশ্রম'-এ এক ঘণ্টা ধ্যানও করেন। ঝাড়খণ্ডের রাজভবনে রাজ্যপাল সি পি রাধাকৃষ্ণণের সঙ্গে সাক্ষাতের পর তিনি মন্দিরে যান। 


 






উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী সিনেমা দেখে বর্ষীয়াণ অভিনেতার অভিনয় দক্ষতার প্রশংসা করেছেন। তিনি বলেন, ''জেলার' নামক সিনেমাটি দেখার সুযোগ পাই। আমি রজনীকান্তের প্রচুর সিনেমা দেখেছি এবং তিনি এতই প্রতিভাবান অভিনেতা যে ছবিতে বিশেষ কোনও কন্টেন্ট না থাকলেও তিনি তাঁর পারফর্ম্যান্স দিয়ে ছবির গুরুত্ব বাড়িয়ে তোলেন।'


চলতি মাসের ১০ তারিখ মুক্তি পায় 'জেলার'। মুক্তির আগে তো বটেই, তারপরেও বক্স অফিসে রীতিমতো ঝড় তোলে এই ছবি। 'জেলার' প্রথম ৮ দিনে অর্থাৎ ১৭ অগাস্ট পর্যন্ত হিসেব অনুযায়ী, ২৩৫.৬৫ কোটি টাকার ব্যবসা করেছে। ছবিটি তামিল, তেলুগু ও হিন্দিতে মুক্তি পেয়েছে। 


আরও পড়ুন: Malaika-Arjun: মালাইকা-অর্জুনের সম্পর্কে চিড়? অভিনেতার পোস্টে বাড়ল জল্পনা


ছবিতে রজনীকান্তকে দেখা যাবে তাঁর মৃত পুলিশ সন্তানের মৃত্যুর প্রতিশোধ নিতে। মোহনলাল, শিবরাজকুমার ও জ্যাকি শ্রফকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে এই ছবিতে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial