কলকাতা: ওটিটি বিজয়ের পরে বড়পর্দায় পা। এই খবরেই যথেষ্ট উৎসাহী ছিলেন একেনবাবুর ভক্তরা। ধীরে ধীরে লুক প্রকাশ থেকে শুরু করে অভিনেতা, অভিনেত্রীদের নাম প্রকাশ, পোস্টার, দর্শকদের নজর থেকেছে সবেতেই। আজ, দোলের দিন মুক্তি পেল এসভিএফের নতুন ছবি 'দ্য একেন' (The Eken)-এর টিজার। বড়পর্দায় এই ছবি মুক্তি পাবে ১৪ এপ্রিল।


আজ মুক্তি পাওয়া টিজারে বাংলার নতুন এই গোয়েন্দার মধ্যে কিন্তু হাস্যকৌতুকের চিহ্নমাত্র নেই। কেবল রয়েছে পাহাড় আর সেখানে জমাট বেঁধে থাকা টান টান উত্তেজনা। রীতিমতো দুঁদে গোয়েন্দাদের মত কখনও পাহাড়ে ছুটছেন, আবার কখনও আড়াল থেকে সন্দেহভাজনের ওপর নজর রাখছেন একেনবাবু অনির্বাণ চক্রবর্তী।


সদ্য শ্যুটিং শেষ করে দার্জিলিং থেকে ফিরেছে টিম 'দ্য একেন'। কে রয়েছেন সেখানে? অবশ্যই অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakrabarti)। এছাড়াও রয়েছেন 'মন্দার' খ্যাত দেবাশীষ মন্ডল (Debasish Mondal), সুহত্র মুখোপাধ্যায় ( Suhotra Mukhopadhyay) ও পায়েল সরকার (Paayel Sarkar)। চলতি বছরের ১৪ এপ্রিল প্রেক্ষাগৃহে আসছে 'দ্য একেন'।


আরও পড়ুন: দোলে প্রকাশ্যে 'ডাঃ বক্সী' ছবিতে আদিত্য ওরফে বনির ঝলক


দার্জিলিংয়ের শ্যুটিং ফ্লোর থেকেই এবিপি লাইভকে ফোনে শ্যুটিংয়ের অভিজ্ঞতার কথা জানিয়েছিলেন অনির্বাণ। সেসময় পর্দার একেনবাবু বলেছিলেন,  'এখানে প্রচণ্ড ঠান্ডা। যদিও চিত্রনাট্য অনুযায়ী এখন শীতকালের দৃশ্যই শ্যুটিং হচ্ছে। ফলে শীতপোশাক ব্যবহার করতে পারছি। আমাদের আশেপাশে যে মানুষেরা থাকছেন তাঁদের গায়েও শীতপোশাক থাকছে। রাস্তায় শ্যুটিং হচ্ছে অনেক সময়। পরিবেশের সঙ্গে আমাদের বেশ মানিয়েই যাচ্ছে। তবে সন্ধেবেলা এখানে প্রচণ্ড ঠান্ডা। অন্ধকার নামলেই রাস্তাঘাট ফাঁকা হয়ে যাচ্ছে। ঠাণ্ডার প্রকোপে সাধারণ মানুষ সবাই ঘরের ভিতরে। আমাদের খুব চিন্তা ছিল সন্ধের দৃশ্যগুলো শ্যুটিং করব কী করে। সেইদিক থেকে প্রকৃতিই আমাদের ভীষণভাবে সাহায্য করেছে। সবাই ঠান্ডার ভয়ে ঘরে আর আমরা ফাঁকা রাস্তায় দারুণ শ্যুটিং করেছি।' 


এই ছবি নিয়ে কতটা উত্তেজিত অনির্বাণ? অভিনেতা বলছেন, 'এটা সত্যিই গোটা বিশ্বে এমন উদাহরণ খুব কমই রয়েছে যে একটা সিরিজ জনপ্রিয় হতে হতে সেখান থেকে ছবি তৈরি হয়েছে। তার মধ্যে একেন বাবু অন্যতম। মানুষ এত পছন্দ করেছেন, ভালবেসেছেন এই চরিত্রটিকে এবং সর্বোপরি এই সিরিজটিকে। সেই কারণেই আজ এই ছবি তৈরিটা সম্ভব হচ্ছে। খুবই উত্তেজিত আমি।'