কলকাতা: অস্কারের জৌলুস, আলো.. কিছুই যেন ছুঁতে পারেনি তাঁদের। জীবন যেমন চলছিল, ঠিক ততটাই সারল্য, ততটাই স্বাভাবিক রয়েছেন তাঁরা। বোমান ও বেইলি। যাঁদের জীবন যাপনকে ফ্রেমবন্দি করে দেশের জন্য অস্কার নিয়ে এলেন কার্তিকী গঞ্জালভেস (Kartiki Gonsalves) ও গুণীত মোঙ্গা (Guneet Monga), তাঁদের জীবন বদলাইনি এক ফোঁটাও। তাঁদের জীবনে পরিবারে এল আরও এক অতিথি।
আরও এক ৪ মাসের হস্তিশাবকের দায়িত্ব পেলেন 'দ্য এলিফ্যান্ট হুইসপারার্স' (The Elephant Whisperers)-এর দম্পতি বোমান ও বেইলি। তামিলনাড়ুর বন দফতর উদ্ধার করেছে একটি ৪ মাসের হস্তিশাবককে। অনেক চেষ্টা করেও তাকে দলে ফেরাতে পারেননি বন দফতরের কর্মীরা। আর তাই সেই হস্তিশাবকদের দেখাশোনা করার দায়িত্ব পড়েছে ওই মাহুত দম্পতির ওপর।
'দ্য এলিফ্যান্ট হুইসপারার্স'-এর পরিচালক কার্তিকী সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে শিশু স্নেহে ওই চার মাসের হস্তিশাবককে আদর করছেন বোমান ও বেইলি। কার্তিকী লিখেছেন, 'জীবনের চাকা এভাবেই ঘুরে যায়।'দ্য এলিফ্যান্ট হুইসপারার্স' বোমান ও বেইলি এখন ধর্মপুরীর আরও এক চারমাসের অনাথ হস্তিশাবকের বাবা-মা। সেই হস্তিশাবককে নিয়ে আসা হয়েছে এখন মুডুমালাইতে। আশা করি, খুদে হস্তিশাবক এখন সুরক্ষিত হাতেই রয়েছে।'
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বোমান ও বেইলির এই ভিডিও। এর আগে অস্কার হাতে বোমান ও বেইলির সেই সরল হাসির ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। তাঁদের হাসিতে মন গলেছিল সোশ্যাল মিডিয়ার নেটিজেনদের। আর ফের একবার ভাইরাল বোমান বেইলির ভিডিও।
এই ছবিটি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম 'নেটফ্লিক্স'-এ (Netflix) দেখতে পাবেন। ৮ ডিসেম্বর ২০২২ সালে নেটফ্লিক্সেই মুক্তি পায় ছবিটি। অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস ছাড়াও এই ছবি নিউ ইয়র্কের বার্ষিক ডক্যুমেন্টারি ফিল্ম ফেস্টিভ্যাল 'ডক এনওয়াইসি'তে শর্টলিস্টেড হয়েছিল। 'মিডিয়া অ্যাওয়ার্ডস'-এর 'হলিউড মিউজিক'-এ এই ছবির আবহ মনোনীত হয়েছিল। এছাড়া 'আইডিএ ডকুমেন্টারি অ্যাওয়ার্ডস'-এ 'বেস্ট শর্ট ডকুমেন্টারি' বিভাগে মনোনয়ন পায় এই ছবি।
আরও পড়ুন: Dibyojyoti News: পায়ে চিড়, প্লাস্টার নিয়েই শ্যুটিং করছেন 'অনুরাগের ছোঁয়া'-র সূর্য দিব্যজ্যোতি