Work From Office: অফিসে এসে কাজ করতে হবে অন্তত তিনদিন, অ্যামাজনের পর নির্দেশ অ্যাপেলের, নিয়ম না মানলে কড়া ব্যবস্থা

Apple: কর্মীদের অফিসে অন্তত তিনদিন এসে কাজ করতে বলা হয়েছে।

Continues below advertisement

Work From Office: বিশ্বের প্রথম সারির বিভিন্ন সংস্থায় কর্মী ছাঁটাই (Layoffs) শুরু হয়ে গেলেও অ্যাপেল (Apple) সংস্থায় এখনও কর্মী ছাঁটাই শুরু হয়নি। এর জন্য এই টেক জায়ান্ট বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। কিছুদিন আগে শোনা গিয়েছিল অ্যাপেল সংস্থা কর্মীদের বোনাস দেওয়ার ক্ষেত্রে দেরি করছে। এর পাশাপাশি কর্মীদের ট্রাভেল বাজেট কমাচ্ছে অ্যাপেল কর্তৃপক্ষ। খরচ নিয়ন্ত্রণের জন্য বাজেটে একটু কাটছাট করেছে এই সংস্থা। সম্প্রতি তাদের আরও একটি পদক্ষেপ প্রকাশ্যে এসেছে। এবার কর্মীদের অফিসে এসে কাজ করার ব্যাপারে জোর দিয়েছে অ্যাপেল কর্তৃপক্ষ। তারা জানিয়েছে অন্তত তিনদিন কর্মীদের অফিসে এসে কাজ করতে হবে। এমনকি এই নিয়ম না মানলে কর্মীদের চাকরি খোয়া যাওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। যে কর্মীরা সপ্তাহে অন্তত তিনদিন অফিসে এসে কাজ করবেন না তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে অ্যাপেল কর্তৃপক্ষ। 

Continues below advertisement

ব্লুমবার্গের সাম্প্রতিক একটি রিপোর্টে বলা হয়েছে অ্যাপেল সংস্থার বিভিন্ন বিভাগের ম্যানেজাররা বেশ কঠোর হয়েছেন ইতিমধ্যেই। নিয়মিত ভাবে কর্মীদের উপস্থিতি এবং কাজের সময় নজরে রাখা হচ্ছে। সামান্য বেচাল দেখলেই ব্যবস্থা নেবে সংস্থা। 

এর আগে অ্যামাজনেও একই ব্যবস্থা নেওয়া হয়েছিল

অফিসে এসে কাজ করুন, সপ্তাহে অন্তত তিনদিন। সম্প্রতি কর্মীদের কাছে এমনই আবেদন রেখেছিলেন অ্যামাজনের সিইও (Amazon CEO) অ্যান্ডি জেসি। সেই সঙ্গে অফিসে এসে কাজ করার বেশ কিছু উপকারিতাও কর্মীদের জানিয়েছিলেন তিনি। কোম্পানির ব্যবসায়িক উন্নতির জন্যই কর্মীদের সপ্তাহে অন্তত তিনদিন অফিস থেকে কাজ করার পরামর্শ দিয়েছেন অ্যামাজনের সিইও অ্যান্ডি জেসি। একটি অফিশিয়াল ব্লগ পোস্টে একথা জানিয়েছিলেন তিনি। সেখানেই অফিসে এসে কাজ করার সুবিধা প্রসঙ্গেও উল্লেখ করেছিলেন তিনি। অ্যান্ডি জেসির অনুমান, এভাবে ধীরে ধীরে কর্মীরা অফিসে এসে কাজ করা শুরু করলে কোম্পানির ব্যবসায়িক উন্নতি হবে। এমনিতেই বেশ কয়েকটি পর্যায়ে কর্মী ছাঁটাইয়ের পর অ্যামাজন কোম্পানিতে এখন বেশ আতঙ্কের পরিবেশ রয়েছে। তবে তার মধ্যে নতুন করে কর্মীদের অফিসে এসে কাজ করতে বলার মতো সিদ্ধান্ত সংস্থার হিতেই থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। ২০২২ সাল শেষ হওয়ার আগেই অ্যামাজন কর্তৃপক্ষ আভাস দিয়েছিল যে চলতি বছরেও কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া বজায় থাকবে। আর ঠিক সেটাই হয়েছে। সম্প্রতিও নতুন করে অ্যামাজনে কর্মী ছাঁটাই শুরু হয়েছে। এবার ৯০০০ কর্মী ছাঁটাই করা হবে। 

আরও পড়ুন- আসুসের নতুন ROG গেমিং ফোন আসছে ভারতে, কবে লঞ্চ? কোন কোন মডেল লঞ্চ হবে?

Continues below advertisement
Sponsored Links by Taboola