যে মহিলার পিঠে পিঠ লাগিয়ে সলমন ক্যাম্পাকোলার বোতলে চুমুক দিচ্ছেন তিনি কে জানেন? আয়েষা শ্রফ, জ্যাকি শ্রফ গৃহিণী, টাইগার শ্রফের মা। বিজ্ঞাপনটির পরিচালক নাকি শ্যুটিংয়ের জন্য ভাল সাঁতারুর খোঁজ করছিলেন। স্কুবা ডাইভিং জানার সুবাদে বিজ্ঞাপনটি পকেটস্থ করেন সাল্লু ভাই। ৩৫ বছর আগেকার ঘটনা! সলমনের জীবনের প্রথম বিজ্ঞাপন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 11 May 2017 07:36 AM (IST)
মুম্বই: বয়স তখন ১৬। পরনে জিনস আর টি শার্ট। রোগা ছিপছিপে চেহারা, একমাথা চুল। হাতে নরম পানীয়। এই বিজ্ঞাপনের মাধ্যমে প্রথম টিভির পর্দায় এসেছিলেন সেলিম খানের দেশবিখ্যাত বড় ছেলে। বেশ কয়েকটি মুখের ভিড়ে তাঁকে তখন আলাদা করে চেনার উপায় ছিল না। কিন্তু এখন দেখলে বেশ বোঝা যায় সুপারস্টার সলমন খানকে। চলুন, দেখে নেওয়া যাক বিজ্ঞাপনটি