কলকাতা: ট্রেলার লঞ্চ হওয়ার পর থেকেই বেশ সাড়া ফেলেছে 'হিট: দ্য ফার্স্ট কেস' (HIT: The First Case)। রাজকুমার রাও (Rajkummar Rao) ও সানিয়া মলহোত্র (Sanya Malhotra) অভিনীত এই 'সাসপেন্স থ্রিলার' (suspense thriller) ঘরানার ছবি নিয়ে উৎসাহের শেষ নেই অনুরাগী মহলে। তারই মাঝে কলকাতায় (Kolkata) ঢুঁ দিয়ে গেলেন অভিনেতা। 


শহরে ছবির প্রচারে 'জামাইবাবু'


ছবির প্রচারে কলকাতায় হাজির হলেন রাজকুমার রাও। প্রসঙ্গত, এই কলকাতার জামাইও তিনি। আর নিজের আগামী ছবি 'হিট: দ্য ফার্স্ট কেস'-এর প্রচারও শুরু করলেন এই কলকাতার বুক থেকেই। 


শহরে আয়োজন করা হয়েছিল সাংবাদিক সম্মেলনের। ইভেন্টে অভিনেতা বলেন, 'এই আমাদের প্রচার শুরু হল এবং সিটি অফ জয়ের থেকে ভাল শুরু কোথায়ই বা হতে পারে। আমাদের গোটা টিম এই ম্যাজিকাল ছবি তৈরির জন্য তাঁদের সেরাটা দিয়েছেন। ডক্টর শৈলেশ কোলানু (Dr Sailesh Kolanu) দুর্দান্ত একজন পরিচালক। আমার ও সানিয়ার মধ্যে থেকে সেরাটা বের করে এনেছেন তিনি।'


 






রাজকুমার এদিন আরও বলেন, 'আমি যাই ছবি করি, আমি চাই মানুষ তা দেখে আমাকে ভালবাসুক। আমি নিজে এই ছবিটা দেখেছি এবং খুব ভাল লেগেছে। আমি জানি লোকের মুখে প্রচারিত হয়ে আরও মানুষ এই ছবি সম্পর্কে জানবে এবং প্রেক্ষাগৃহে গিয়ে একটি থ্রিলিং অভিজ্ঞতা উপভোগ করবেন।'


ডক্টর শৈলেশ কোলানু পরিচালিত এই ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন ভূষণ কুমার, দিল রাজু, কৃষণ কুমার, কুলদীপ রাঠৌর। রাজকুমার-সানিয়া অভিনীত ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ১৫ জুলাই ২০২২।


আরও পড়ুন: FIR against Leena Manimekalai: পোস্টারে হিন্দু দেবীর 'অসম্মানজনক চিত্রণ', পরিচালকের বিরুদ্ধে এফআইআর