মুম্বই: মুক্তি পাওয়ার পর থেকেই বক্স অফিসে কার্যত ঝড় চালাচ্ছে 'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files)। শুধু বিভিন্ন মহল থেকে প্রশংসা পাওয়াই নয়, বক্স অফিসেও দুর্দান্ত ব্যবসা শুরু থেকে করে চলেছে পরিচালক বিবেক অগ্নিহোত্রীর এই ছবি। করোনা পরিস্থিতিতে এমনিতেই দেশের বিভিন্ন প্রান্তে কম সংখ্যক দর্শক নিয়ে খোলা রয়েছে সিনেমা হল। তার উপর 'দ্য কাশ্মীর ফাইলস' নির্মাতাদের বক্তব্য অনুযায়ী জানা যায়, যথেষ্ট সিনেমা হলও পায়নি এই ছবি। তারইমধ্যে উল্লেখযোগ্য ব্যবসা প্রথম দিন থেকেই। ট্রেড অ্যানালিস্টরা যেমনটা প্রথম থেকেই জানিয়ে আসছেন যে, খুব অল্প দিনেই ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়বে অনুপম খের অভিনীত 'দ্য কাশ্মীর ফাইলস'। তেমনটাই জানা যাচ্ছে। বুধবার দেশজুড়ে ব্যাপক ব্যবসা করার পর ট্রেড অ্যানালিস্টদের প্রত্যাশা আর খুব কম সময়েই ১০০ কোটির ক্লাবে পৌঁছে যাবে এই ছবি।


এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'দ্য কাশ্মীর ফাইলস' ছবির ষষ্ঠদিনের বক্স অফিস কালেকশন পোস্ট করেছেন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ। তিনি লেখেন, 'সমস্ত বক্স অফিস কালেকশনকে কার্যত ধুলিস্যাৎ করে 'দ্য কাশ্মীর ফাইলস'-এর ব্যবসা এগিয়ে চলেছে। মঙ্গলবার ১৮ কোটির ব্যবসার পর বুধবার ১৯.০৫ কোটি টাকার ব্যবসা করল। এখনও পর্যন্ত এই ছবির মোট ব্যবসা হয়েছে ৭৯.২৫ কোটি টাকার।' অর্থাৎ, বোঝাই যাচ্ছে, এই ছবির ১০০ কোটির ব্যবসা করা আর সময়ের অপেক্ষা মাত্র।



আরও পড়ুন - Salman Khan Telugu Debut: তামিল ছবিতে আত্মপ্রকাশ হতে চলেছে সলমন খানের


প্রসঙ্গত, ইতিমধ্যেই উত্তর প্রদেশ, গোয়া, ত্রিপুরা, কর্ণাটক, হরিয়ানা, গুজরাতে এই ছবিকে করমুক্ত ঘোষণা করা হয়েছে। এই ছবি নিয়ে নিজের বক্তব্য রেখেছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। বুধবার সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে অজিত পাওয়ারের বক্তব্য। বিধানসভায় অজিত পাওয়ার বলেন, 'রাজ্যে করমুক্ত করার পরিবর্তে কেন্দ্রীয় সরকারের উচিত অবশ্যই 'দ্য কাশ্মীর ফাইলস' সিনেমার জিএসটি মকুব করে দেওয়া।' ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন এবং কাশ্মীরি পণ্ডিতদের জীবন উন্নত করার জন্য তাঁকে ধন্যবাদ জানান।