মুম্বই: 'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files) ছবির সাফল্যের দৌলতে পরিচালক বিবেক অগ্নিহোত্রীর (Vivek Agnihotri) নাম আজ আর অজানা নয় দর্শকদের। একটি ছবি দিয়েই তিনি সারাদেশে রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন। কাশ্মীরি পণ্ডিতদের জীবন নিয়ে গড়ে তোলা ছবি 'দ্য কাশ্মীর ফাইলস' মুক্তির আগে থেকেই বিতর্ক তৈরি করেছিল। বিতর্ক দেখা দিয়েছিল ছবিটি মুক্তি পাওয়ার পরও। তবে, শুধু বিতর্ক হয়েই থেকে যায়নি এই ছবি। বক্স অফিসে দুর্দান্ত ব্যবসাও করেছিল। খুব কম সময়ের মধ্যেই ১০০ কোটির ক্লাবে পৌঁছে যায় এই ছবি। নজর কাড়েন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। তাই তিনি পরবর্তীতে কোন বিষয় নিয়ে ছবি তৈরি করছেন, তা চর্চার বিষয় হয়ে দাঁড়ায়। অবশেষে সেই প্রসঙ্গে মুখ খুললেন পরিচালক।


কোন প্রেক্ষাপটে এবার ছবি তৈরি করছেন বিবেক অগ্নিহোত্রী?


সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের আগামী প্রোজেক্টের কথা প্রকাশ্যে এনেছেন বিবেক অগ্নিহোত্রী। তিনি জানিয়েছেন যে, এবার রুপোলি পর্দায় তিনি নিয়ে আসতে চলেছেন করোনাভাইরাসের বিরুদ্ধে দেশের মানুষের লড়াইয়ের কাহিনি। সাক্ষাৎকারে তিনি বলছেন, 'গত ৬-৭টা মাস ধরে আমি সারা বিশ্বজুড়ে ঘুরছি। আমেরিকা, জার্মানি, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ড, হাঙ্গেরিতে গিয়েছি। বিশ্বের নানা উন্নত দেশে আমি আর আমার স্ত্রী ঘুরলাম। সেখানে গিয়ে কোভিড আক্রান্তও হলাম। দেখলাম, আরটিপিসিআর টেস্ট কত বেশি খরচ হচ্ছে। কোথাও তার রিপোর্ট আসতে ৪৮ ঘণ্টা থেকে ৭ দিন লেগে যাচ্ছে। অনেক উন্নত দেশেরই পরিচ্ছ্বন্নতার সংস্ক্তি খুব দুর্বল। তারপর আমার মাথায় একটা চিন্তা আসে। কীভাবে আমরা মানে ভারতীয়রা এই কঠিন পরিস্থিতি এত সাফল্যের সঙ্গে পেরিয়ে আসলাম। এখন আমি এসব নিয়ে আরও অনেক চিন্তাভাবনা করছি। বিশ্বের বিভিন্ন প্রান্তে আমাদের দেশকে অনেক সময়ই অনুন্নত দেশ হিসেবে বলা হয়। আর আমাদের দেশই অত্যন্ত সাফল্যের সঙ্গে কোভিড পরিস্থিতি কাটিয়েছে। আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা, আমাদের দেশের বিজ্ঞানীরা, মহিলা বিজ্ঞানীরা এই সময়ে কী কী করেছেন, তার গল্প বলব।'


আরও পড়ুন - Bollywood Celebrity Updates: মীরার সঙ্গে সুইৎজারল্যান্ডে 'DDLJ' মুহূর্ত তৈরি শাহিদের, ছবি দেখে বিশেষ নাম দিলেন নেটিজেনরা


এই কথার মাধ্যমেই পরিচালক বিবেক অগ্নিহোত্রী ইঙ্গিত দিয়ে গেলেন যে, তাঁর পরবর্তী ছবিতে দেশের করোনা পরিস্থিতি কতটা সাফল্যের সঙ্গে পেরিয়ে এসেছে, তার কাহিনি উঠে আসবে। তিনি আরও বলছেন, 'আমি এখনও অনেক রিসার্চের মধ্যে রয়েছি। কারণ, এই সম্পর্কে আমার বিস্তারিত সেভাবে জানা নেই। আমাকে আরও অনেক পড়াশোনা করতে হবে।' সূত্রের খবর, পরিচালক ইতিমধ্যেই এই ছবির কাজ শুরু করে দিয়েছেন। যদিও সাক্ষাৎকারে তা একেবারেই খোলসা করলেন না তিনি।


প্রসঙ্গত, এর আগে শোনা গিয়েছিল, 'দ্য কাশ্মীর ফাইলস'-এর পর 'দ্য দিল্লি ফাইলস' নামে ছবি নিয়ে আসতে চলেছেন বিবেক অগ্নিহোত্রী। সেই ছবিও কোনও সত্য ঘটনা অবলম্বনে তৈরি হবে। যদিও কোন ঘটনা নিয়ে সেই ছবি তৈরি হবে, তা এখনও সঠিকভাবে জানা যায়নি।