কলকাতা: এসএসসি নিয়োগ দুর্নীতি (ssc scam) মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায়ের (partha chatterjee) ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের (arpita mukherjee) প্রশস্তি শোনা গিয়েছে স্বয়ং মুখ্যমন্ত্রীর (CM) মুখে। টুইটার (tweet) হ্যান্ডেলে সংশ্লিষ্ট ভিডিও (video) শেয়ার করে চাঞ্চল্যকর অভিযোগ করলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার (sukanta majumder)। ভিডিওটির সত্যতা এবিপি আনন্দ যাচাই করেনি। তবে রাজ্য বিজেপি সভাপতির কড়া প্রশ্ন, 'দুর্নীতিগুলো থেকে যে ভাবে টাকা আদায় হয় তাতে ওঁর কতটা ভূমিকা রয়েছে সেটা কি এখান থেকে বোঝা যাচ্ছে না?' 


কী রয়েছে ভিডিও-য়?


পিছনে 'নাকতলা উদয়ন সংঘ'-র ব্যানার। মাইক হাতে মমতা বন্দ্যোপাধ্যায়। পাশে পার্থ চট্টোপাধ্য়ায় বসে রয়েছেন। অর্পিতা ও তাঁর ওড়িশায় কাজের বিষয় নিয়ে কথা বলতে শোনা যাচ্ছে মুখ্যমন্ত্রীকে। হালকা মেজাজে তৃণমূলনেত্রী অর্পিতাকে জিজ্ঞাসা করছেন, তিনি ওড়িয়া ভাষায় কথা বলতে পারেন কিনা। মন দিয়ে কাজ করতেও উৎসাহ দিচ্ছেন। ফুটেজটি কোথা থেকে এসেছে, সঠিক কিনা সেসব এখনও স্পষ্ট নয়। তবে সেটিকে হাতিয়ার আক্রমণ শানিয়েছেন সুকান্ত মজুমদার। টুইটারে লিখেছেন, 'গত কাল প্রাক্তন স্কুলশিক্ষামন্ত্রীর ঘনিষ্ঠের বাড়ি থেকে ২০ কোটি টাকা পেয়েছে ইডি। তবে এটি হিমশৈলের চূ়ড়া মাত্র। ওদের দুর্নীতি ফাঁস হতে শুরু করেছে।'



এখনও পর্যন্ত যা ঘটল...


এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের মহাসচিব তথা পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে আজ সকালে গ্রেফতার করেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। টানা ২৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয়। তদন্তে নাম উঠে আসে অর্পিতা মুখোপাধ্যায়ের। সূত্রের খবর, অর্পিতা মন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ। তাঁর বাড়ি থেকে ২১ কোটি ও বিপুল অঙ্কের গয়না উদ্ধার হয়েছে। তাঁর নামে ৮টি সম্পত্তিরও হদিস পাওয়া গিয়েছে বলে খবর। যদিও তদন্তকারীদের একাংশের মতে, এত টাকা ও গয়না কোথা থেকে এল তার যুৎসই ব্যাখ্যা মেলেনি। তা হলে কি নিয়োগ দুর্নীতির অর্থের সঙ্গে যোগ রয়েছে এগুলির? দানা বাঁধতে শুরু করেছে জল্পনা।    


আরও পড়ুন:ঘনিষ্ঠরা অপরাধী হলে মুখ্যমন্ত্রী দায় এড়াবেন কী করে, তীক্ষ্ণ আক্রমণ সুজনের