নয়াদিল্লি: ভারতীয় বক্স অফিসে একটানা দুর্দান্ত ব্যবসা করার পর এবার ইজরায়েলের (Israel) পথে পা বাড়াল বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri) পরিচালিত 'দ্য কাশ্মীর ফাইলস' ('The Kashmir Files' )।


ইজরায়েলে 'দ্য কাশ্মীর ফাইলস'


অনুপম খের (Anupam Kher) অভিনীত 'দ্য কাশ্মীর ফাইলস' এবার চলল ইজরায়েলের পথে। সেখানে প্রেক্ষাগৃহে ২৮ এপ্রিল অর্থাৎ আজই মুক্তি পেতে চলেছে এই ছবি। 


ছবিটি লেখা এবং পরিচালনা করেছেন বিবেক অগ্নিহোত্রী। অভিনয়ে অনুপম খের ছাড়াও ছিলেন মিঠুন চক্রবর্তী, দর্শন কুমার, পল্লবী জোশী, ভাষা সাম্বলি, চিন্ময় মন্ডেলকর (Mithun Chakraborty, Darshan Kumaar, Pallavi Joshi, Bhasha Sumbli and Chinmay Mandlekar)।


 




অনুপম খেরের পোস্ট


সম্প্রতি এই ছবির ইজরায়েল যাত্রার খবর শেয়ারকরেন অভিনেতা অনুপম খের। তিনি বলেন, 'ইজরায়েলে আমার বন্ধুদের সালোম ও নমস্কার। যেমন আপনারা জানেন আমাদের ছবি 'দ্য কাশ্মীর ফাইলস' মুক্তি পাচ্ছে আপনাদের দেশ ইজরায়েলে। আমাদের এই সময়ের খুব গুরুত্বপূর্ণ একটি ছবি এটি। ১৯৯০ সালে কাশ্মীরে কাশ্মীরি হিন্দুদের গণহত্যা নিয়ে তৈরি হয় এই ছবি।'


তিনি আরও লেখেন, 'এবং গোটা বিশ্ব ছবিটিকে তাদের ভালবাসা দিয়েছে এবং আমাদের কিছুটা হলেও ক্ষত সারাতে সহায়তা করেছে। এবং এখন ইজরায়েলে ফাইলটি মুক্তি পাওয়ায়, আমি আপনাদের প্রেক্ষাগৃহে ছবিটি দেখার জন্য এবং এটিকে সমস্ত ভালবাসা দেওয়ার জন্য অনুরোধ করছি। এটি পরিচালনা করেছেন বিবেক অগ্নিহোত্রী!'


ছবির প্রযোজকদের কথায় ছবিটি এত ভালবাসা ও সম্মান পাওয়ায় আনন্দিত। ছবিটির চাহিদা তৈরি করাই ছিল আমাদের মূল লক্ষ্য এবং ইজরায়েলের মতো অপ্রচলিত বাজারে মুক্তি পাওয়া, এই সত্যের সাক্ষ্য।