নয়াদিল্লি: 'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files) এখন সকলের চেনা নাম। ছবি মুক্তির আগে থেকেই আলোড়ন তুলেছিল। মুক্তির পর রাজনৈতিক বিতর্কের সঙ্গে জড়িয়েছে, প্রধানমন্ত্রীর প্রশংসা পেয়েছে, সেই সঙ্গে দুর্দান্ত ব্যবসা করছে। একইসঙ্গে দেশের বিভিন্ন রাজ্যে করমুক্ত (Tax Free) ঘোষণা করা হয়েছে এই ছবিকে।
এবার সেই রাজ্যের তালিকায় যুক্ত হল উত্তরাখণ্ড (Uttarakhand)। বিজেপি শাসিত রাজ্যগুলির অন্যতম উত্তরাখণ্ড। বুধবার সেখানেও 'দ্য কাশ্মীর ফাইলস' ছবিটিকে করমুক্ত ঘোষণা করা হয়েছে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর।
ইতিমধ্যেই উত্তর প্রদেশ, গোয়া, ত্রিপুরা, কর্ণাটক, হরিয়ানা, গুজরাতে এই ছবিকে করমুক্ত ঘোষণা করা হয়েছে।
এই ছবি নিয়ে নিজের বক্তব্য রাখলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। বুধবার সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে অজিত পাওয়ারের বক্তব্য। বিধানসভায় অজিত পাওয়ার বলেন, 'রাজ্যে করমুক্ত করার পরিবর্তে কেন্দ্রীয় সরকারের উচিত অবশ্যই 'দ্য কাশ্মীর ফাইলস' সিনেমার জিএসটি মকুব করে দেওয়া।'
আরও পড়ুন: Pathaan: 'পাঠান' ছবিতে শাহরুখ খানের এইট প্যাক অ্যাবসের ছবি ফাঁস! তোলপাড় নেট দুনিয়া
'দ্য কাশ্মীর ফাইলস' ছবিটি প্রথম দিনে ৩.৫৫ কোটি টাকার ব্যবসা করে। এরপর সেই আয়ের পরিমাণ বেড়ে শনিবার হয় ৮.৫০ কোটি। এরপর রবিবার ও সোমবার আয়ের পরিমাণ আরও বেড়ে যায়। এই দুদিন ছবিটি যথাক্রমে ১৫.১০ কোটি ও ১৫.০৫ কোটির ব্যবসা করে। এরপর মঙ্গলবার অনুপম খের অভিনীত ছবিটি ১৮ কোটি টাকার ব্যবসা করে। ফলে প্রথম পাঁচ দিনের হিসাবে 'দ্য কাশ্মীর ফাইলস' মোট ৬০.২০ কোটি টাকার ব্যবসা করেছে।
ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী এদিন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন এবং কাশ্মীরি পণ্ডিতদের জীবন উন্নত করার জন্য তাঁকে ধন্যবাদ জানান।