মুম্বই: গত বছর প্রেক্ষাগৃহে মুক্তি পায় 'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files)। পরিচালক বিবেক অগ্নিহোত্রীর (Vivek Agnihotri) এই ছবিকে ঘিরে কম বিতর্ক হয়নি। তারপরও বক্স অফিস কালেকশনে আটকানো যায়নি এই ছবিকে। জানা যায়, এই ছবির বাজেট ছিল ১৫ থেকে ২৫ কোটি টাকা। আর ছবিটি বিশ্বজুড়ে ব্যবসা করেছে প্রায় ৩৪০ কোটি টাকার মতো। ফলে, এই ছবির জনপ্রিয়তা টের পাওয়া যায় সহজেই। বুধবারই বিবেক অগ্নিহোত্রী তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করে জানিয়েছিলেন যে, ফের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে 'দ্য কাশ্মীর ফাইলস'। ১৯ জানুয়ারি কাশ্মীরি হিন্দুদের গণহত্যা দিবস। আর এই বিশেষ দিনেই ফের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এই ছবি। পাশাপাশি জানা গেল, একটি বিশেষ দিনে মাত্র ৯৯ টাকার টিকিটে দেখতে পাবেন অনুপম খের অভিনীত 'দ্য কাশ্মীর ফাইলস'।


এই বিশেষ দিনে 'দ্য কাশ্মীর ফাইলস' ছবির টিকিটের দাম থাকবে ৯৯ টাকা-


সম্প্রতি বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, ২০ জানুয়ারি সিনেমাপ্রেমী দিবস। আর এই বিশেষ দিনেই বিভিন্ন প্রেক্ষাগৃহে মাত্র ৯৯ টাকার টিকিটে দেখা যাবে 'দ্য কাশ্মীর ফাইলস'। গতকালই পরিচালকের পক্ষ থেকে জানানো হয় যে, যাঁরা প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখার সুযোগ পাননি, তাঁরা ফের একটা সুযোগ পেতে চলেছেন। এই ছবিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে অনুপম খের, মিঠুন চক্রবর্তী, পল্লবী যোশী, দর্শন কুমার প্রমুখকে।



আরও পড়ুন - Minisha Lamba Birthday: ধূমকেতুর মতো উত্থান, ব্যর্থ বিবাহ, আশা জাগিয়েও কোথায় হারিয়ে গেলেন মিনিশা?


প্রসঙ্গত, পরিচালক বিবেক অগ্নিহোত্রী সম্প্রতি দাবি করেছেন যে, অস্কার ২০২৩-এর সেরা চলচ্চিত্র বিভাগের জন্য বেশ কিছু ছবির তালিকায় রয়েছে 'দ্য কাশ্মীর ফাইলস'। শুধু তাই নয়, পল্লবী যোশী, মিঠুন চক্রবর্তী, দর্শন কুমার এবং অনুপম খেরও সেরা অভিনেতার বিভাগের তালিকায় জায়গা পেয়েছেন। 



" data-captioned data-default-framing width="400" height="400" layout="responsive">