কলকাতা: বিতর্ক যতই হোক, বক্স অফিসে (box office) 'দ্য কেরালা স্টোরি'র (The Kerala Story) সাফল্য থামানো একপ্রকার অসম্ভব। মুক্তির ৯ দিনের মাথায় এই ছবি ১০০ কোটির (100 crore club) গণ্ডি পার করেছে দেশের বাজারে। উল্লেখ্য বিষয় প্রথম রবিবারের তুলনায় দ্বিতীয় রবিবারে এই ছবি বেশি আয় করেছে। ১২ দিনের মাথায় এখনও পর্যন্ত এই ছবি আয় করেছে ১৫৬.৮ কোটি।


আরও পড়ুন...


Home Decoration at low budget: স্বল্প খরচে নতুন আঙ্গিকে সাজিয়ে তুলন নিজের ঘর


'দ্য কেরালা স্টোরি'র বক্স অফিস আয়ের পরিমাণ কত?


ইতিমধ্যেই প্রেক্ষাগৃহে ১২ দিন পার করে ফেলেছে 'দ্য কেরালা স্টোরি'। ৯ দিনের মাথায় ১০০ কোটির গণ্ডিতে প্রবেশ করেছে এই ছবি। দ্বিতীয় রবিবার সবচেয়ে বেশি টাকার ব্যবসা করেছে ছবিটি। রবিবার এই ছবি মোট ২৩.৭৫ কোটি টাকা আয় করেছে যা এখনও পর্যন্ত একদিনের নিরিখে সবচেয়ে বেশি আয় ছবির। 'দ্য কেরালা স্টোরি' ১২ দিনের পর মোট  ১৫৬.৮ কোটি টাকা আয় করল।


সূত্রের খবর, রবিবার বিতর্কিত 'দ্য কেরালা স্টোরি' হিন্দি ভাষার অঞ্চলে ৫৪.৬৮ শতাংশ বুকিং পেয়েছিল। দ্বিতীয় শনিবার হিন্দিভাষী অঞ্চলে এই ছবির টিকিট বুকিংয়ের পরিমাণ ছিল ৪৫.৬০ শতাংশ। 'পাঠান' ও 'তু ঝুঠি ম্যায় মক্কার' ছবির পর ২০২৩ সালের অন্যতম বড় হিট এই ছবি। 'দ্য কেরালা স্টোরি' ইতিমধ্যেই সলমন খানের 'কিসি কা ভাই কিসি কি জান' ছবির মোট আয়কে ছাড়িয়ে গেছে। সলমনের ছবি প্রেক্ষাগৃহে ১০৭.৭১ কোটি টাকার ব্যবসা করে দৌড় শেষ করেছে। এছাড়া তারকাদের নিয়ে তৈরি 'ভোলা' (৮২.০৪ কোটি), 'সেলফি' (১৬.৮৫ কোটি) ও 'শেহজাদা' (৩২.২০ কোটি)-র মতো ছবিকেও পিছনে ফেলেছে 'দ্য কেরালা স্টোরি'। তবে এখনও এই ছবি অপর বিতর্কিত ছবি বিবেক অগ্নিহোত্রীর 'দ্য কাশ্মীর ফাইলস'কে টক্কর দিতে পারেনি। 


আরও পড়ুন...


WHO: নিজের অজান্তেই ডেকে আনছি রোগ! মিষ্টির বিকল্প বলে যা কিনছি, তা আরও বিপজ্জনক, দাবি WHO-র


সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, “এই ছবির গল্প সন্ত্রাসের কথা বলে, এর সঙ্গে ধর্মের কোনও যোগ নেই। আমি প্রতিটি ধর্মের প্রতি অত্য়ন্ত আস্থাশীল, তাই আমি কখনই অন্য কারোও ধর্মকে ছোট করব না। আমরা সকলেই এমন একটি দেশে বাস করি যেটি সমস্ত ধর্মকে আশ্রয় দেয় এবং আমার মনে হয়ে প্রত্য়েকের ধর্মকে সম্মান করা উচিত।”