নয়াদিল্লি: মুক্তির পর থেকেই বিতর্কের ঝড় উঠেছে 'দ্য কেরালা স্টোরি'কে (The Kerala Story) কেন্দ্র করে। একাধিক জায়গায় এই ছবিকে নিষিদ্ধ (The Kerala Story Banned) ঘোষণার আবেদন জানানো হয়, বঙ্গে নিষিদ্ধ ঘোষণা করা হয়, তা সত্ত্বেও বক্স অফিসে এই ছবির সাফল্য আকাশছোঁয়া। সুদীপ্ত সেন (Sudipto Sen) পরিচালিত এই ছবিকে যে ভালবাসছেন দর্শক, তার প্রমাণ এই ছবির বক্স অফিসে আয়ের পরিমাণ। দ্বিতীয় শনিবার শেষে কত আয় করল এই ছবি? ১০০ কোটির গণ্ডি পার করতে পারল ছবিটি?
'দ্য কেরালা স্টোরি'র বক্স অফিস আয়ের পরিমাণ কত?
প্রথম সপ্তাহে ৮১.১৫ কোটি টাকার ব্যবসা করে আদাহ্ শর্মা অভিনীত এই বিতর্কিত ছবি। এরপর দ্বিতীয় শুক্রবার এই ছবি ১২.৩৫ কোটি টাকার ব্যবসা করে। শনিবার সেই আয়ের পরিমাণ বাড়ল আরও। ১৩ মে এই ছবি ১৯.৫০ কোটি টাকার ব্যবসা করে 'দ্য কেরালা স্টোরি'। অর্থাৎ ছবি মুক্তির ৯ দিনের মাথায় ১০০ কোটির গণ্ডি পার করে 'দ্য কেরালা স্টোরি'র মোট আয়ের পরিমাণ ১১২.৯৯ কোটি টাকা।
সূত্রের খবর, দ্বিতীয় শনিবার হিন্দিভাষী অঞ্চলে এই ছবির টিকিট বুকিংয়ের পরিমাণ ছিল ৪৫.৬০ শতাংশ। 'পাঠান' ও 'তু ঝুঠি ম্যায় মক্কার' ছবির পর ২০২৩ সালের অন্যতম বড় হিট এই ছবি। 'দ্য কেরালা স্টোরি' ইতিমধ্যেই সলমন খানের 'কিসি কা ভাই কিসি কি জান' ছবির মোট আয়কে ছাড়িয়ে গেছে। সলমনের ছবি প্রেক্ষাগৃহে ১০৭.৭১ কোটি টাকার ব্যবসা করে দৌড় শেষ করেছে। এছাড়া তারকাদের নিয়ে তৈরি 'ভোলা' (৮২.০৪ কোটি), 'সেলফি' (১৬.৮৫ কোটি) ও 'শেহজাদা' (৩২.২০ কোটি)-র মতো ছবিকেও পিছনে ফেলেছে 'দ্য কেরালা স্টোরি'। তবে এখনও এই ছবি অপর বিতর্কিত ছবি বিবেক অগ্নিহোত্রীর 'দ্য কাশ্মীর ফাইলস'কে টক্কর দিতে পারেনি।
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে এই ছবিকে নিষিদ্ধ ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, তামিলনাড়ুর বেশ কিছু প্রেক্ষাগৃহে ছবির প্রদর্শনী বাতিল করে দেওয়া হয়েছে। অন্যদিকে হরিয়ানা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড ও মধ্যপ্রদেশে এই ছবিকে করমুক্ত ঘোষণা করা হয়েছে।