কলকাতা: বিনোদন জগতের এক ছবিই এখন জায়গা করে নিচ্ছে রাজনীতির খবরের শিরোনামে। 'দ্য কেরালা স্টোরি' (The Kerala Story)। ইতিমধ্যেই এই ছবিকে করমুক্ত ঘোষণা করেছে উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে। আর এবার, হরিয়ানাতেও করমুক্ত ঘোষণা করা হল, 'দ্য কেরালা স্টোরি'-কে।
হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর (Haryana CM Manohar Lal Khattar), সম্প্রতি ট্যুইটারে এই ছবিকে করমুক্ত বলে ঘোষণা করেছেন। এই ছবি নিয়ে ইতিমধ্যেই একাধিক মামলা দায়ের হয়েছে। ছবি মুক্তি নিয়ে সুপ্রিম কোর্টে যে মামলা করা হয়েছিল, তার শুনানি ১৫ মে। অন্যদিকে, পশ্চিমবঙ্গে নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছে এই ছবিকে। সেই নিয়েও দানা বেঁধেছে বিতর্ক।
মুক্তির পরেই, যোগী আদিত্যনাথ সুদীপ্ত সেন পরিচালিত ও বিপুল শাহ প্রযোজিত এই ছবিকে করমুক্ত বলে ঘোষণা করেছেন। সূত্রের খবর, এই ছবি জায়গা করে নিয়েছে প্রধানমন্ত্রীর ক্যাবিনেটের আলোচনাতেও। ছবিটির সরাসরি প্রশংসাও করেছেন নরেন্দ্র মোদি থেকে শুরু করে একাধিক বিজেপি নেতা-নেত্রীরা।
এই ছবির ট্রেলার থেকেই বিতর্ক শুরু হয়েছিল। দর্শকেরা ২ ভাগে বিভক্ত হয়ে গিয়েছিলেন কার্যত। অনেকেই যেমন এই ছবির প্রশংসা করেছেন তেমনই অনেকে অভিযোগ করেছেন এই ছবিতে সম্পূর্ণ অসত্য তথ্য দেখানো হয়েছে। শুধু সাধারণ মানুষ নয়, এই নিয়ে মুখ খুলেছেন একাধিক তারকারাও। তবে ছবির তথ্য সত্য বা অসত্য যাই হোক, ছবি নিষিদ্ধ করার সিদ্ধান্তের সমর্থন করেননি কোনও শিল্পীই।
তবে বিতর্ক বা অভিযোগ একদিকে... ইতিমধ্যেই দাগ কাটার মতো আয় করে ফেলেছে এই ছবি। বক্সঅফিসে ইতিমধ্যেই এই ছবি পেরিয়ে গিয়েছে ৫৬ কোটি। বলা ভাল, বিতর্ক কার্যত বাড়িয়ে দিয়েছে ছবির টিকিট বিক্রি। মঙ্গলবার এই ছবির ব্যবসার অঙ্ক ছিল ১১.১৪ কোটি। ৪ দিন মিলিয়ে এই ছবি এখনও পর্যন্ত আয় করল ৫৬.৮৬ কোটি। সোশ্যাল মিডিয়ায় ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ (Taran Adarsh) এই ছবির ব্যবসা নিয়ে লিখেছেন। আর সেখানেই তিনি জানিয়েছেন, এই ছবি ইতিমধ্যেই পার করে ফেলেছে ৫০ কোটির লক্ষ্যমাত্রা। তিনি 'দ্য কেরালা স্টোরি'-কে ব্লকবাস্টার বলেই উল্লেখ করেছেন ট্রেড অ্যানালিস্ট।
আরও পড়ুন: Sugar Cravings: হামেশাই 'সুগার ক্রেভিংস' হয় আপনার? কোন কোন খাবার কমাতে পারে এই সমস্যা, রইল তালিকা
আরও পড়ুন:Skin Care With Coffee: স্ক্রাব হোক বা মাস্ক, ত্বকের যত্নে ঠিক কীভাবে ব্যবহার করবেন কফি?