কলকাতা: ইতিমধ্য়েই মুক্তি পেয়েছে 'কিসি কা ভাই কিসি কি জান'-এর ট্রেলার। এরইমধ্য়ে জানাযাচ্ছে, ছবির টাইটেল কার্ডে থাকবে না ছবির লেখকের নাম। কিন্তু কেন? প্রথমে জানা গেছিল, এই ছবির গল্প লিখেছেন সাজিদ নাদিয়াদওয়ালা। তবে পরবর্তী সময় জানা গেছে, ছবিটির গল্প লিখেছেন স্বয়ং সলমান খান। ছবি মুক্তি আগে যাতে এই বিষয়ে কোনওরকম দ্বন্দ্ব না হয়, সেই কারণেই সলমান টাইটেল কার্ডে লেখকের নাম দিতে চাননি।


 সম্প্রতি সাজিদ নাদিয়াদওয়ালা ট্য়ুইট করে জানিয়েছেন, "কিসি কা ভাই কিসি কি জানের আসল লেখক হলেন সলমান খান। এটি তার হৃদয়ের কাছাকাছি একটি ছবি আর তাই, প্রতিটি সংলাপ এবং প্রতিটি দৃশ্য সলমান খানের তত্ত্বাবধানেই লেখা হয়েছে। "


সালমান খানের কিসি কা ভাই কিসি কি জান-এ লেখকের ক্রেডিট না থাকার আসল কারণ।


আরও পড়ুন...: বিদেশে টিকিট বুকিং শুরু সলমানের আগামী ছবির


জানা যাচ্ছে, বিদেশে এই ছবির টিকিটের আগাম বুকিং শুরু হয়ে গেছে ইতিমধ্য়েই। এর পাশাপাশি শোনা যাচ্ছে, ১৭ই এপ্রিলের মধ্য়ে ভারতেও শুরু হয়ে যাবে আগাম টিকিট বুকিং।


প্রসঙ্গত, কিছুদিন আগেই মুক্তি পেয়েছে সলমন খানের (Salman Khan) বহু প্রতীক্ষিত ছবি 'কিসি কা ভাই কিসি কি জান'-এর (Kisi Ka Bhaai Kisi Ki Jaan) তৃতীয় গান। রোম্যান্টিক (Romantic Song) ঘরানার এই গানের নাম 'জি রহে থে হম' (Jee Rahe The Hum)। এই গানে কণ্ঠ দিয়েছেন খোদ ভাইজান। সোশ্যাল মিডিয়ায় ভাইজানই শেয়ার করেছিলেন এই রোম্যান্টিক গানটি। ক্যাপশনে লিখেছিলেন, 'ওই পড়ার যে ধাপটা থাকে যেখানে কোনও ধাপই নেই, সেটা করেই দেখিয়ে দিন... প্রেমের কথা তো জানা নেই কিন্তু পড়ে যাওয়া নিশ্চিত।'


প্রায় ৮ বছর পর ফের নেপথ্য কণ্ঠে শোনা যাবে সলমনের গান। অমল মলিকের তৈরি এই গানে বিশেষ নতুন কিছু না থাকলেও একেবারে আদ্যন্ত প্রেমের গান এটি। গানের ভিডিওয় দেখা যাচ্ছে সহ-অভিনেত্রী পূজা হেগড়ের মন জয়ের চেষ্টা করছেন সলমন। গানে গানে নিজের ভালবাসার কথা স্বীকার করছেন তিনি। তাঁদের মধ্যে প্রেমের সম্পর্কের শুরুর আভাসই এই গান। ভিডিওয় দেখা মিলেছে রাঘব জুয়াল, জসসি গিল ও সিদ্ধার্থ নিগমকে, সলমনের বন্ধুদের ভূমিকায়। এছাড়া শেহনাজ গিল, পলক তিওয়ারি ও ভিনালি ভাটনগরকেও দেখা গেছে  ভিডিওয়।