কৃষ্ণেন্দু অধিকারী, করুণাময় সিংহ, কলকাতা : কলকাতা পুরসভার ( KMC ) বর্ধিত পার্কিং ফি প্রত্য়াহার নিয়ে বিতর্ক নিভেও নিভছে না।  তাতে নতুন মাত্রা যোগ করলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। রাহুল গান্ধী ( Rahul Gandhi ) যেভাবে মনমোহন সিংয়ের আনা অর্ডিন্য়ান্স ছিঁড়ে ফেলার কথা বলেছিলেন, সেই উদাহরণও টেনেছেন তিনি। কিন্তু, এখন সৌগত রায়ের চোখে মনমোহন বা রাহুল কে? সেই প্রশ্ন তুলছেন অনেকে।


ফিরহাদ হাকিম কি তৃণমূলে কোণঠাসা? দ্বন্দ্বটা 'প্রবীণ'দের সঙ্গে 'নবীনদে'র? না কি বিশেষ দুটি গোষ্ঠীর মধ্যে? মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের একদা ব্লু আইড বয় কি দলেই কারও চক্ষুশূল? পার্কিং ফি নিয়ে বিতর্কের আবহে রাজনৈতিক মহলে জোরাল হয়েছে এই সব প্রশ্ন। আর তার মধ্য়েই কার্যত বোমা ফাটিয়েছেন বর্ষীয়াণ তৃণমূল সাংসদ সৌগত রায়।


রাহুল গান্ধী প্রসঙ্গ


যেভাবে তৃণমূলের তরফে সাংবাদিক বৈঠক করে দলের অসন্তোষের কথা জানানো হয়েছে এবং তারপর চাপের মুখে কলকাতা পুরসভাকে বর্ধিত পার্কিং ফি প্রত্য়াহার করতে হয়েছে, তার সঙ্গে ইউপিএ জমানায় মনমোহন সিং, রাহুল গান্ধীর সমীকরণের মিল পাচ্ছেন সৌগত রায়। তিনি বলেন, ' রাহুল গান্ধী বলেছিলেন, অর্ডিন্যান্স ছিঁড়ে ফেলতে। মনমোহন সিং তখন বিদেশে ছিলেন। ফিরে এসে সেই অর্ডিন্যান্স উইথড্র করতে হয়। রাজনৈতিক নেতাদের এমন হয়। '


কিন্তু, রাজনৈতিক মহলে প্রশ্ন হল, পার্কিং ফি ইস্য়ুতে মনমোহন সিং বলতে কাকে বোঝাতে চেয়েছেন সৌগত রায়? আর এক্ষেত্রে তাঁর চোখে রাহুল গান্ধীই বা কে? সাতের দশক থেকে দিল্লি-বাংলার রাজনীতির দুঁদে খেলোয়াড় সৌগত রায় কি বিশেষ ইঙ্গিত করলেন? 


সরগরম বঙ্গ রাজনীতি


পার্কিং ফি বৃদ্ধি এবং তা প্রত্য়াহার নিয়ে তুমুল বিতর্কে সরগরম বঙ্গ রাজনীতি। এরই মধ্যে প্রথমবার এবিপি আনন্দে মুখ খোলেন কলকাতার মেয়র! তিনি কি অসন্তুষ্ট ? তাঁর সঙ্গে কি দলের একাংশের দূরত্ব তৈরি হয়েছে ? অভিমান হয়েছে ফিরহাদের ?  EXCLUSIVE সাক্ষাৎকারে ফের কার্যত বুঝিয়ে দিলেন নিজের অসন্তোষ! সেইসঙ্গে ইঙ্গিতপূর্ণ মন্তব্য়ও করলেন। হাসি মুখে তিনি বললেন ' বিতর্ক নেই। এখন বলেছেন, উইথড্র করেছি। পরে কথা বলে ঠিক করব ' । তার মানে কি আগামী দিনে ফের সিদ্ধান্ত বদল হতে পারে? শুক্রবার থেকে শুরু হওয়া এই বিতর্কের আঁচ, এখনও পুরোপুরি থিতিয়ে যায়নি। যে পরিস্থিতিতে বর্ধিত পার্কিং ফি প্রত্য়াহার হয়েছে, তা নিয়ে চর্চা চলছেই।


আপাতত ক্লোজড চ্য়াপ্টার বলে এই বিতর্কে ইতি টানার চেষ্টা করছে তৃণমূল। কিন্তু, আগামীদিনে অন্য় কোনও ইস্য়ুতে ফের কখনও এই ক্লোজড চ্য়াপ্টার ফের ওপেন হবে না তো? সেই উত্তর দেবে ভবিষ্য়ৎ।