কলকাতা: ময়দানে নগ্ন অবস্থায় উদ্ধার হয়েছিল স্ত্রী'র মৃতদেহ। তারপর থেকে জীবনটা লণ্ডভণ্ড হয়ে যায়। বারবার তাড়া থেকেও স্ত্রী'র জীবনী লেখাটা শেষ করে উঠতে পারেন না বছর ষাটের বৃদ্ধ বাল্মিকী অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়। অতঃপর লেখার কাজ সম্পূর্ণ করতে আনা হয় গার্গী রায়চৌধুরীকে। তবে কি এই গল্প শেষ করতে পারবেন  বাল্মিকী?


পরিচালক অতনু ঘোষের ছবি 'শেষ পাতা'র ট্রেলার জুড়ে যেন উঠে বেজে চলেছে বিষণ্ণতার সুর। কলকাতা শহরের টুকরো কোলাজ ধরা পড়েছে ছবির বিভিন্ন ফ্রেমে। বেশ অন্য়রকম লুকে এই ছবিতে দেখতে পাওয়া যাচ্ছে অভিনেতা বিক্রম ঘোষকে (Vikram Ghosh)।


আরও পড়ুন...


Gaslight Trailer: গাঢ় হচ্ছে রহস্য়ের জাল, বাবার মৃত্য়ুর কিনারা কি করতে পারবেন সারা?


সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়। ভিডিওয় তাঁকে পিছন থেকে দেখা যাচ্ছে। শ্যুটিংয়ের ফাঁকে তোলা ভিডিও। ক্যাপশনে লিখেছেন, 'শেষপাতা শ্যুট, বিহাইন্ড দ্য সিনস।' একইসঙ্গে মাস্ক খোলার কারণও উল্লেখ করেছেন তিনি। লিখেছেন, 'শটের ঠিক আগেই মাস্কটা খুলে ফেলতে হয়েছিল স্পেশ্যাল মেকআপের জন্য।'


গোটা ভিডিওয় দেখা গেল তিনি হেঁটে যাচ্ছেন, লিফটে উঠছেন। কিন্তু কোনও ক্ষেত্রেই তাঁর মুখ পুরোপুরি দেখা যাচ্ছে না। তাঁর পোস্টে অনুরাগীরা শুভেচ্ছা জানিয়ে কমেন্টও করেছেন।


এমনিতে সোশ্যাল মিডিয়ায় মোটামুটি সক্রিয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে ছেলের সঙ্গে একটি মিষ্টি ছবি পোস্ট করেন টলি অভিনেতা। লাল পাঞ্জাবি পরে ক্যামেরাবন্দি হয়েছিলেন পিতা-পুত্র। ছবিতে দেখা যায়, ছেলে তৃষানজিৎ চট্টোপাধ্যায়ের ছবি তুলে দিচ্ছেন টলিউডের সুপারস্টার বুম্বা দা। সঙ্গে একটা মজার ক্যাপশনও লিখেছেন তিনি। ক্যাপশনে লেখেন, 'মিশুকের আবদারে ক্যামেরার অন্যদিকে'। 


সাধারণত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে আমরা ক্যামেরার সামনেই দেখে থাকি, অভিনয় করতে। কিন্তু ছেলের আবদারে এবার ক্যামেরার পিছনে তিনি। বাবা-ছেলের সেই মিষ্টি মুহূর্তও ক্যামেরাবন্দি হয়েছে। সেটাই পোস্ট করেছেন তিনি সোশ্যাল মিডিয়ায়। 


এক্ষেত্রে বলা যায়, নিজের অভিনয় কেরিয়ারে বারবার নিজেকে ভেঙেছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়। যে ভূমিকাতেই হোক না কেন, নিজের অভিনয় ক্য়ারিশ্মায় প্রতিবার তিনি জয় করে নিয়েছেন দর্শকের মন। এবার পরিচালক অতনু ঘোষের সঙ্গে জুটি বেঁধে বুম্বাদার এক বৃদ্ধের চরিত্রে অভিনয় দর্শকের কতটা ভালো লাগে অপেক্ষা সেটাই দেখার।


প্রেক্ষাগৃহে এই ছবি মুক্তি পেতে চলেছে আগামী ১৪ই এপ্রিল।