কলকাতা: উইলিয়াম শেক্সপিয়রের (William Shakespeare) বিখ্যাত নাটক 'ম্যাকবেথ'-কে (Macbeth) এবার সিনেমার রূপ দেওয়ার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন পরিচালক রাজর্ষি দে (Raajhorshee De)। অবশ্যই তার প্রেক্ষাপট তৈরি হয়েছে বাঙালি আদলে।  আর এবার মুক্তি পেল এই ছবির ট্রেলার। যার পরতে পরতে রয়েছে রহস্য়ের জাল।


প্রসঙ্গত, এই ছবিতে রয়েছেন বাংলা সিনে জগতের একাধিক বড় তারকা। আগেই প্রকাশ্যে এসেছিল চরিত্রদের প্রথম লুক। প্রকাশ্য়ে এসেছিল ছবির পোস্টারও। 'মায়া'য় অভিনয়ে  দেখা যাবে রাফিয়াত রাশিদ মিথিলা, কমলেশ্বর মুখোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, গৌরব চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী, কণীনিকা বন্দ্যোপাধ্যায়, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, রোহিত বন্দ্যোপাধ্যায়, রিচা শর্মা, সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়, রণিতা দাস, দেবলীনা কুমার, রতশ্রী দত্ত, ইশান মজুমদার, সায়ন্তনী গুহঠাকুরতা, অসীম রায় চৌধুরী, গৌরব চট্টোপাধ্যায়, অনিন্দ্য চট্টোপাধ্যায় এবং কান সিংহ সোধাকে। প্রসঙ্গত এই ছবির হাত ধরেই প্রথমবার একসঙ্গে বড়পর্দায় অভিনয় করতে চলেছেন দেবলীনা কুমার ও গৌরব চট্টোপাধ্যায়কে। 


আরও পড়ুন...


Vivek Agnihotri on Priyanka Chopra: কঙ্গনার পর এবার প্রিয়ঙ্কার হয়ে মুখ খুললেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী


পরিচালক রাজর্ষি দে-র কথায়, 'অবশেষে 'মায়া' মুক্তি পাচ্ছে, স্বাভাবিকভাবেই আমরা সকলেই খুব খুশি। বাংলা সিনেমায় শেক্সপিয়রের 'ম্যাকবেথ' নিয়ে এই প্রথমবার কাজ করা হচ্ছে। ১৯ জন অভিনেতা একসঙ্গে কাজ করেছেন এই ছবিতে। এবং তাবড় তাবড় অভিনেতা-অভিনেত্রীরা রয়েছে এই ছবিতে। ২০২৩ সালে অনেকগুলো বড় রিলিজের মধ্যে সম্ভবত এটিও একটা হতে চলেছে। এছাড়া আরও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার রাফিয়াত রাশিদ মিথিলার এটি প্রথম ভারতীয় বাংলা ছবি। ও দীর্ঘদিন বাংলাদেশে কাজ করেছে আমরা জানি। ভারতে এটা প্রথম ছবি ওঁর। এছাড়া সাহিত্য বা নাটক থেকে ছবি তৈরির যে ট্রেন্ড সেটা তো ইতিমধ্যে অনির্বাণ (অনির্বাণ ভট্টাচার্য) 'বল্লভপুরের রূপকথা' করে তৈরি করেই দিল। নাটক থেকে তৈরি চলচ্চিত্র দর্শক কতটা পছন্দ করেন তা দেখলাম। আমার ধারণা ম্যাকবেথের এই সংস্করণও দর্শকের খুবই ভাল লাগবে।'       


প্রসঙ্গত, চলতি বছরেই মুক্তি পেয়েছে রাজর্ষি দে-র ছবি 'আবার কাঞ্চনজঙ্ঘা'। সেই ছবিতেও এক ঝাঁক তারকাকে নিয়ে কাজ করেছিলেন পরিচালক। 'ডি এস আর এন্টারটেনমেন্ট হাউজ' নিবেদিত ও দেবদাস বন্দ্যোপাধ্যায়, শর্মিলা বন্দ্যোপাধ্যায় প্রযোজিত 'মায়া' প্রেক্ষাগৃহে আসছে খুব শীঘ্রই। 


দর্শকের এই ছবি কেমন লাগবে অপেক্ষা সেটাই দেখার।