খানদের বাইরেও বলিউডে আরও অনেক প্রতিভাধর তারকা রয়েছেন, বললেন আমির
ABP Ananda, web desk | 21 Aug 2017 03:52 PM (IST)
মুম্বই: বলিউডে খান অভিনেতাদের পাশাপাশি আরও অনেক প্রতিভাশালী ও জনপ্রিয় শিল্পী রয়েছেন। তাই স্টারডমের কথা বললে শুধু খান অভিনেতাদের নাম নিলেই তা যথেষ্ট নয়। এমনই মন্তব্য করলেন হিন্দি সিনেমার তিন খান অভিনেতার একজন আমির। এই প্রসঙ্গে আমির অক্ষয় কুমারের নাম উল্লেখ করে বলেছেন, ‘টয়লেট: এক প্রেম কথা’ তো এখন রমরমিয়ে চলছে বক্সঅফিসে। আমির বলেছেন, তারকাদের কথা বলতে শুধুমাত্র তিনটি নাম (শাহরুখ, সলমন ও আমির) নিয়ে কথা বলাটা যুক্তিযুক্ত নয়। এর বাইরেও ফিল্ম ইন্ডাস্ট্রিতে আরও অনেক তারকা রয়েছেন, যাঁদের জনপ্রিয়তাও প্রশ্নাতীত। এই তো অক্ষয়ের ‘টয়লেট: এক প্রেম কথা’ দারুন চলছে। দর্শকরা দারুন পছন্দও করছেন। উল্লেখ্য,শাহরুখ ও সলমনের শেষ দুটি ছবি ‘জব হ্যারি মেট সেজল’ এবং ‘টিউবলাইট’ বক্স অফিসে ব্যর্থ হয়েছে। দর্শকরা এখন তারকা-নির্ভর সিনেমা থেকে বিষয়বস্তু নির্ভর সিনেমার দিকে ঝুঁকেছেন কিনা, এই প্রশ্ন এখন উঠতে শুরু করেছে বলিউডের অন্দরে। এ সংক্রান্ত প্রশ্নের উত্তরে আমির বলেছেন, সৃষ্টিশীল জগতে যুক্তদের জীবনে ওঠা-পড়া রয়েইছে। প্রত্যেকেই এমন কিছু কাজ করতে চান, যা মানুষ পছন্দ করবে। আর তা করতে গিয়ে কখনও সাফল্য আসে, কখনও ব্যর্থতা। এতে সংশ্লিষ্ট কারুর তারকা-ভাবমূর্তির ওপর কোনও প্রভাব পড়ে বলে তিনি মনে করেন না বলে জানিয়েছেন আমির। তাঁর আগামী প্রোডাকশন ‘সিক্রেট সুপারস্টার’-এর গান লঞ্চ অনুষ্ঠানে এ কথা বলেছেন আমির। ‘সিক্রেট সুপারস্টার’ একটি তরুণীর কাহিনী, যে গায়িকা হতে চায়। সিনেমায় সংগীতকারের চরিত্রে দেখা যাবে আমিরকে। আগামী ১৯ অক্টোবর সিনেমাটি মুক্তি পাবে।