মুম্বই: 'লকডাউনে ঘরবন্দি হয়ে রয়েছেন বলে কষ্ট হচ্ছে? পরেরবার চিড়িয়াখানায় ঘুরতে গেলে নিজেদের এই অবস্থার কথাটা একবার মনে করবেন!' পশুপাখিদের চিড়িয়াখানার ছোট্ট খাঁচায় বন্দি করে রাখা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভপ্রকাশ বলি তারকা অনুষ্কা শর্মার।


লকডাউনের জেরে ঘরে বন্দি হয়ে রয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে সমস্ত তারকা। লাইটস-ক্যামেরা-অ্যাকশান থেকে দূরে নিজেদের বাড়িতে বন্দি হয়ে রয়েছেন বলি তারকারা। বিরক্তি কাটাতে অনেকেই রান্না করছেন, বই পড়ছেন বা শিখছেন নতুন কিছু। বিরাট কোহলির সঙ্গে মুম্বইতে নিজের বাড়িতে রয়েছেন অনুষ্কা। সোশ্যাল মিডিয়ায় হামেশাই নতুন নতুন ভিডিও পোস্ট করছেন বিরাট ঘরণী। সম্প্রতি বর্তমান পরিস্থিতির কথা লিখতে গিয়ে তিনি চিড়িয়াখানায় পশুদের বন্দি রাখা নিয়ে সবর হয়েছেন।

অনুষ্কা তাঁর ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, 'লকডাউনের এখনও ১০০ দিনও পেরোয়নি আর আমরা অবসাদের কথা বলছি, হতাশা-অসুস্থতার কথা বলছি! আমরা আমাদের বাইরে ঘুরে বেড়ানোর স্মৃতিচারণ করছি কারণ আমাদের মনে হচ্ছে আমরা বন্দি! পরেরবার যখন চিড়িয়াখানায় যাবেন বন্দি পশুদের দেখতে নিজেদের এই অবস্থার কথাটা মনে রাখবেন। আমরা প্রত্যেকেই কম বেশি ওদের দেখতে যাই। ওদের জন্ম আমাদের বিনোদনের জন্য হয়নি! ওদের ও আমাদেরই মতো একটা নিজস্ব জীবন রয়েছে। নিজেদের বিনোদনের জন্য ওদের এভাবে বন্দি রাখা উচিত নয়। প্রত্যেকটি প্রতিবাদই জরুরি। আমরা এই কয়েকদিনের বন্দিদশাতেই যা অনুভব করছি ওদের সেই অনুভূতিই রোজ হয়! তার ওপর রোজ হাজার হাজার মানুষ ওদের বিরক্ত করতে আসে। আপনি ঠিক করুন আপনি কোনটা বেছে নেবেন!'



অনুষ্কার এই পোস্টে কমেন্ট করেছেন অন্যান্য বলি তারকারা। সোনালি বেন্দ্রে লেখেন, 'কথাটা সত্যি!' দিশা পাটনি একটি হার্ট ইমোজি ও একটি স্যাড ফেস ইমোজি কমেন্ট করেন।



সম্প্রতি 'পাতাল লোক'-এর হাত ধরে প্রযোজক হিসাবে অনলাইন প্লাটফর্মে পা রেখেছেন অনুষ্কা। ওয়েব দুনিয়ায় বর্তমানে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে 'পাতাল লোক'।