বেজিং: সারাদিনে একটিও করোনা সংক্রমণের খবর নেই। ২৪ ঘণ্টায় নতুন করে কেউ আক্রান্ত হননি চিনে!
চমকে ওঠার মতোই এই তথ্য সামনে এসেছে। ২২ মে অর্থাৎ শুক্রবার সারাদিনে চিনে একজনেরও করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি। হুবেই প্রদেশের উহান থেকে গত বছরের শেষ দিকে রোগের প্রকোপ ছড়িয়ে পড়ার পর এই প্রথম।
শনিবার চিনের জাতীয় স্বাস্থ্য দফতর একটি বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, বৃহস্পতিবার চারজনের করোনা আক্রান্ত হওয়ার খবর থাকলেও শুক্রবার সংখ্যাটা শূন্য। তবে দুজনকে করোনা আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে বলেও ওই বিবৃতিতে জানানো হয়েছে। গত তিন সপ্তাহে গোটা দেশে কোনও করোনা আক্রান্ত রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি।
এই প্রসঙ্গে চিনের জাতীয় স্বাস্থ্য দফতর জানিয়েছে, এখনও পর্যন্ত ৩৯৫ জন করোনা আক্রান্ত দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পাশাপাশি ৯৪৯জন সন্দেহভাজন এখনও আইসোলেশনে রয়েছেন বলে খবর। যদিও কয়েকদিন আগেই চিনের করোনার প্রাদুর্ভাবের বিস্তার নিয়ে একাধিক অভিযোগ করতে দেখা যায় আমেরিকাকে। তার পাল্টা জবাব দিতেই চিনের তরফে বর্তমানে এই পরিসংখ্যান সামানে আনা হয়েছে বলে খবর।
উদ্বেগের মধ্যে আশার আলো: চিনে ২৪ ঘণ্টায় একজনও করোনায় আক্রান্ত হননি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
23 May 2020 02:09 PM (IST)
শনিবার চিনের জাতীয় স্বাস্থ্য দফতর একটি বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, বৃহস্পতিবার চারজনের করোনা আক্রান্ত হওয়ার খবর থাকলেও শুক্রবার সংখ্যাটা শূন্য।
বিশ্ব (international) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -