অনুরাগ কাশ্যপের ছবির এই অভিনেত্রী কেন হইচই ফেলেছেন, ছবিতে দেখুন
শোভিতা গত বছর দুটি ছবিতে কাজ করেছেন। রাজা মেননের শেফ, কালাকান্ডি-তে সই করেন তিনি। শেফ-এ তাঁর বিপরীতে ছিলেন সঈফ আলি খান।
আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবেও সেরা সাপোর্টিং পারফরম্যান্স বিভাগে পুরস্কারের জন্য তাঁর নাম গিয়েছিল।
২০১৬-য় অনুরাগ কাশ্যপের রমন রাঘব ২.০ ছবি দিয়েই তাঁর বলিউডে আত্মপ্রকাশ।
সামনেই রিলিজ হচ্ছে তাঁর ছবি কালাকান্ডি।
শোভিতা ভরতনাট্যম, কুচিপুরি নাচেও পারদর্শী।
স্কুল, কলেজের পড়াশোনা মু্ম্বইয়ে। বাণিজ্য, অর্থনীতিতে স্নাতক হন।
১৯৯২-এর ৩১ মে অন্ধ্রপ্রদেশের তেনালিতে তাঁর জন্ম।
২০১৩-য় ফেমিনা মিস ইন্ডিয়ায় ছিলেন, ফিলিপিন্সে মিস আর্থ কনটেস্টেও ভারতের প্রতিনিধিত্ব করেছেন।
অনুরাগ কাশ্যপের ছবি 'গ্যাংস অব ওয়াসিপুর'-এ 'এক বগল মে চাঁদ হোগা' গানটা মনে আছে? তাঁরই নির্দেশনায় রমন রাঘব ২.০ য় কাজ করা অভিনেত্রী শোভিতা ধুলিপালাকেও ভোলার কথা নয়।
সেই শোভিতা ইনস্টাগ্রামে নিজের বেশ কিছু হট ছবি পোস্ট করে চর্চার কেন্দ্রে রয়েছেন।