Not Specified
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 01 May 2018 10:42 AM (IST)
1
ফিটনেস প্রেমী মিলিন্দ সোমান। তাঁর স্ত্রী অঙ্কিতা কোনওয়ারও একই রকমের ফিটনেস প্রিয়।
2
তাই তাঁরা বিয়ের পর মধুচন্দ্রিমায় না গিয়ে ফিরেছেন দৌড়ের ময়দানে
3
4
5
তারপর তাঁদের দেখা গিয়েছে না না ধরনের জলের তলায় স্পোর্টসে অংশ নিতে।
6
তারপর তাঁদের দেখা গিয়েছে না না ধরনের জলের তলায় স্পোর্টসে অংশ নিতে।
7
জলের তলায় দুজনের জলকেলির ছবি শেয়ারও করেছেন মিলিন্দ তাঁর ইন্সটা অ্যাকাউন্টে