মুম্বই: জন্মের পর এটাই তার প্রথম দীপাবলী।

বাবা সেফ আলি খানের কোলে বসে আলো দেখে অবাক তৈমুর। সেফের হাতের গ্লাস আলোয় ঝলমলে। ঠিক বাবার মত জামাকাপড়ে সেজে বাবার কোল থেকে সেই আলোর দিকে তৈমুর চেয়ে আছে বিস্ময় ভরা চাউনিতে।




উৎসব এত সুন্দর হয়!

গত বছর ডিসেম্বরে জন্মেছে তৈমুর। তারপর থেকেই গুবলু এই বাচ্চা নবাব সংবাদমাধ্যমের ডার্লিং।





দীপাবলীতে সেফ, করিনা কপূর, সোহা আলি খান ও কুণাল খেমুর একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরছে।










ভীরে ডি ওয়েডিংয়ের শ্যুটিংয়ে সহ অভিনেত্রী সোনম কপূরের সঙ্গে করিনা।




আলিয়া ভট্টের সঙ্গে।