রবিবার মেয়ে নিশার সঙ্গে একটি একান্ত মুহূর্তের ছবি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করেন সানি। সঙ্গে যে ক্যাপশনটি দেন সানি, সেখানে অভিনেত্রী লেখেন, 'আমার ছোট্ট নিশা যদি সত্যিই জানত আমি ওকে কতটা ভালোবাসি। ভগবানের পাঠানো আমার ছোট দেবশিশু।'
সানির সেই ইন্সটা পোস্ট কয়েক লক্ষ লাইক পেয়েছে, সঙ্গে ভক্তদের ভালবাসা। মা-মেয়ের ছবি সত্যিই হৃদয়ে এক অন্য ভাললাগার অনুভূতি তৈরি করে।