কলকাতা: থর-এর চরিত্রাভিনেতা ক্রিস হেমসওয়ার্থ ভারতকে ভালবেসে ফেলেছেন। তাঁর কথায়, ভারত এই গ্রহের শ্রেষ্ঠ দেশ। এক ভিডিও বার্তায় এই বক্তব্য পেশ করেছেন তিনি।


হেমসওয়ার্থ এখন অ্যাভেঞ্জার্স: এন্ডগেম-এর প্রমোশনে ব্যস্ত। ভিডিওয় তিনি বলেন, ভারতের মত সুন্দর দেশের মানুষরা এখন কী করছেন? অ্যাভেঞ্জার্স: এন্ডগেম শিগগিরই সিনেমা হলে চলে আসবে। আমাদের পরিচালক জো রুসো এই সুন্দর দেশে গিয়েছেন। আমিও গিয়েছি। ভারত এই গ্রহের অন্যতম শ্রেষ্ঠ দেশ। কিন্তু এবার যেতে পারলাম না বলে দুঃখিত। জো মনে করেন, উনি এবার কিছু মশলাদার খাবার খেতে পারবেন আর আমি ওঁকে বলেছি রোগন জ্যুস আর বাটার চিকেন খেতে। দেখা যাক, তা ওঁর সহ্য হয় কিনা। শিগগিরই আপনাদের সঙ্গে দেখা হবে বলে আশা।



ক্রিস নিজের মেয়ের নামও রেখেছেন ইন্ডিয়া। গত বছর নেটফ্লিক্সের ঢাকা-র শ্যুটিংয়ে এ দেশে আসেন তিনি। শ্যুটিং চলে আমেদাবাদ ও মুম্বইতে। ইনস্টাগ্রামে ভারতে থাকাকালীন ৩টি ছবি পোস্ট করেছন ক্রিস, লিখেছেন, শ্যুটিংয়ের সময় এ দেশের মানুষ যেভাবে তাঁদের প্রতি সহযোগিতা ও ভালবাসার হাত বাড়িয়ে দেন তাতে তিনি কৃতজ্ঞ।

মার্ভেল স্টুডিওজের অ্যাভেঞ্জার্স: এন্ডগেম ২৬ তারিখ এ দেশে মুক্তি পাবে।