নয়াদিল্লি: পাপা কহতে হ্যায়-এ যুগল হংসরাজের নায়িকা হিসেবে বলিউডের চোখে পড়েন। সেই সুপার ডুপার হিট ঘর সে নিকালতে হি গান তাঁকে করে তোলে অত্যন্ত পরিচিত মুখ। কিন্তু তার পরেই বলিউড থেকে হারিয়ে যান ময়ূরী কঙ্গো। এবার আবার খবরে ফিরেছেন ময়ূরী। কিন্তু সম্পূর্ণ অন্য ভূমিকায়।


বলিউডে ময়ূরীর প্রথম ছবি নাসিম। কিন্তু পাপা কহতে হ্যায়-এর সুইটি খান্না হিসেবেই তাঁকে মনে রেখেছে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি। ছবির পাশাপাশি তিনি কাজ করেন কহিঁ কিসি রোজ, কেয়া হাদসা কেয়া হকিকত, করিশমা- দ্য মিরাকলস অফ ডেস্টিনি-র মত বেশ কয়েকটি টেলিভিশন শোতে। এরই ফাঁকে ২০০৩-এ বিয়েও করে নেন ময়ূরী, আদিত্য ধিলোঁ নামে এক অনাবাসী ভারতীয়কে। এরপর তিনি স্বামীর সঙ্গে নিউ ইয়র্ক চলে যান, সিটি বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং ও ফিনান্স নিয়ে করে ফেলেন এমবিএ।

এরপর ময়ূরী যোগ দেন পাবলিসিস নামে এক ফরাসি সংস্থার ডিজিটাল মিডিয়া এজেন্সি পারফরমিক্সে। তিনি এখন চলে এসেছেন গুরগাঁও। আর এবার তিনি যোগ দিচ্ছেন গুগল ইন্ডিয়ায়, ইন্ডাস্ট্রি হেড-এজেন্সি বিজনেস হিসেবে।

বলিউডে উচ্চশিক্ষিত অভিনেত্রী কিছু কম নেই। মীনাক্ষী শেষাদ্রি থেকে আমিশা প্যাটেল, সোহা আলি খান বা হালের পরিণীতি চোপড়া- এঁরা সকলেই অত্যন্ত শিক্ষিত, এমনকী বিদেশ থেকেও ডিগ্রি নিয়ে এসেছেন কেউ কেউ। কিন্তু ধরেই নেওয়া হয়েছিল, ছবির জগতে সাফল্য না পেলে একের পর এক বৃথা চেষ্টা করতে করতে শেষমেষ হারিয়ে যাওয়াই এঁদের ভবিতব্য। ময়ূরী অবশেষে সেই গতানুগতিকতা ভেঙে সম্পূর্ণ নতুন কিছু করার সাহস দেখালেন।