মুম্বই: ঠগস অফ হিন্দোস্তান নিয়ে বিতর্ক শেষই হচ্ছে না। এতদিন গুঞ্জন শোনা যাচ্ছিল, ছবিতে ক্যাটরিনা কাইফের থেকে নাকি বলিউডে নতুন আসা ফতিমা সানা শেখকে জোর করে আমির খান বেশি গুরুত্ব দিচ্ছেন। আর এখন শোনা যাচ্ছে, শ্যুটিংয়ে নাকি বারবার রি শট হচ্ছে। হচ্ছে ক্যাটরিনার অ্যাকশন দৃশ্যগুলি। কারণ ক্যাট যেভাবে অ্যাকশন করছেন, তাতে নাকি খুশি হতে পারছেন না মিস্টার পারফেকশনিস্ট আমির।
তবে প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মস একটি বিবৃতি জারি করে বলেছে, এই গুজব পুরোপুরি ভিত্তিহীন। ছবির কোনও অংশের রি শট হচ্ছে না। না ক্যাটরিনার দৃশ্য, না অন্য কারও।
ধুম ৩ ও টাইগার জিন্দা হ্যায়তেও অ্যাকশন দৃশ্যে দেখা গিয়েছে ক্যাটরিনাকে। খুব একটা ভাল অভিনেত্রী বলে তাঁর কোনওদিনই সুনাম নেই। তবে বলেছেন, অ্যাকশন দৃশ্যে অভিনয় উপভোগ করেন তিনি।
৭ নভেম্বর মুক্তি পাবে ঠগস অফ হিন্দোস্তান।
ঠগস অফ হিন্দোস্তান: ক্যাটরিনা কাইফের অ্যাকশন দৃশ্যে কি অখুশি আমির?
ABP Ananda, Web Desk
Updated at:
13 Mar 2018 02:16 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -