মুম্বই ও যোধপুর: শারীরিক অসুস্থতা অতীত। দিব্যি সুস্থ আছেন মেগাস্টার অমিতাভ বচ্চন। এমনকী, মঙ্গলবার রাতে ‘নাইট সিকোয়েন্স’ শ্যুটিংও শুরু করছেন বলে খবর।


বচ্চন সিনিয়রের শারীরিক অসুস্থতা নিয়ে এদিন দিনভর টানাপোড়েন ছিল। খবরে প্রকাশ, ‘ঠগস অফ হিন্দোস্তান’-এর শ্যুটিং করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন অমিতাভ বচ্চন। রাজস্থানের যোধপুরে ‘ঠগস অফ হিন্দোস্তান’-এর শ্যুটিং করছেন অমিতাভ। সোমবার সারারাত শ্যুটিং করার পর তিনি অসুস্থ বোধ করেন। এমনিতে, হোটেলে ফেরার পর প্রতিদিনের মতনই ব্লগ লেখেন অমিতাভ। আজ ভোর পাঁচটা নাগাদ অমিতাভ তাঁর ব্লগে হেঁয়ালির সুরে লেখেন, শরীর ভাল নয়, আগামীকাল সকালে চিকিৎসকদের ডেকে পাঠিয়েছি। তাঁরা এসে আমার শরীর নিয়ে নাড়াচাড়া করবেন। আমাকে ফের দাঁড় করাবেন।


সূত্রের খবর, শ্যুটিংয়ে ভারী কস্টিউম পড়ে যুদ্ধের দৃশ্যে অভিনয়ের কারণেই শারীরিক ভাবে ক্লান্ত হয়ে পড়ছেন অমিতাভ। শারীরিক অসুস্থতার খবর পেয়েই মুম্বই থেকে চিকিৎসকদের একটি দল চার্টার্ড বিমানে যোধপুরে পৌঁছয়। তাঁরা অমিতাভের চেক-আপ করেন। অজিত মহল হোটেলে রয়েছেন অমিতাভ। মেগাস্টারের শারীরিক অসুস্থতার কথা ছড়িয়ে পড়তেই শুভান্যুধায়ী থেকে শুরু করে সাংবাদিকরা হোটেলের বাইরে ভিড় করেন। কিন্তু, কোনও প্রশ্নের জবাব দিতে চাননি চিকিৎসকরা। যার জেরে অনুরাগীদের মধ্যে উদ্বেগ আরও বৃদ্ধি পায়। অমিতাভ বচ্চনের আরোগ্য কামনা করে জয়া বচ্চনকে বার্তা পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


পরে, স্ত্রী জয়া বচ্চন অবশ্য সব দুশ্চিন্তা দূর করেন। তিনি বলেন, অমিতজির শরীর ভালই আছে। তাঁর পিঠ ও ঘাড়ে আঘাত রয়েছে। চোটে কাবু। তবে, এমনি সব ঠিক রয়েছে। চিকিৎসকরা তাঁকে কয়েকদিন বিশ্রামের পরামর্শ দিয়েছেন। গতমাসেও মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে অমিতাভ বচ্চন রুটিন চেকআপের জন্য গিয়েছিলেন। সেই সময়ও তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হয়ে উঠেছিলেন তাঁর অনুরাগীরা। এবারও তার ব্যতিক্রম হয়নি। সন্ধ্যায় জয়া বচ্চনের বক্তব্যে অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলেন। আর রাতে, মেগাস্টার নিজে শ্যুটিংয়ে যোগ দিয়ে বুঝিয়ে দিলেন, তিনি একেবারে ফিট।


এখনও বেশ কিছুদিন অমিতাভ বচ্চন যোধপুরেই থাকবেন। ২৩ মার্চ পর্যন্ত জোধপুরে ‘ঠগস অফ হিন্দুস্তান’-এর শ্যুটিং চলার সম্ভাবনা রয়েছে।