কলকাতা: ঘোষণা হয়েছিল গতকালই। আর আজ মুক্তি পেল 'টাইগার ৩'(Tiger 3)-এর প্রথম গানের টিজার (First song teaser)। গানের নাম 'লেকে প্রভু কা নাম' (Leke Prabhu Ka Naam)। ১৬ সেকেন্ডের গানের টিজার দেখেই বোঝা যাচ্ছে বেশ জাঁকজমক পূর্ণ হতে চলেছে এই গানের দৃশ্য়ায়ন। সলমন (Salman Khan) ও ক্য়াটরিনা (Katrina kaif) দুজনকেই এই গানে উজ্জ্বল পোশাকে দেখা যাচ্ছে। মিউজিকের বিটেও প্রকাশ পাচ্ছে গানের উত্তেজনা। 


গানের টিজারে সলমন খানকে লাল পোশাকে দেখা যাচ্ছে ও ক্য়াটরিনাকে। গানের টিজারের পরতে পরতে সলমন-ক্য়াটরিনার জমজমাট রসায়ন নজর কেড়েছে অনুরাগীদের। উল্লেখ্য়, এই গানটি গেয়েছে অরিজিৎ সিং (Arijit Singh) ও নিকিতা গাঁধী (Nikita Gandhi)। সঙ্গীত পরিচালনায় প্রীতম (Pritam) ও কোরিগ্রাফি করেছেন বৈভবি মার্চেন্ট (Vaibhavi Merchant)। 'লেকে প্রভু কা নাম'  মুক্তি পাবে আগামী ২৩ নভেম্বর।


আরও পড়ুন...


'বিচ্ছেদ হয়ে গিয়েছে, সামলানোর সময় দিন', রাজের পোস্টে শিল্পার সঙ্গে সম্পর্ক শেষের ইঙ্গিত?


প্রসঙ্গত, 'টাইগার-৩' ছবিতে প্রথম বার সলমনের জন্য গান গেয়েছেন অরিজিৎ। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় নিজেই ঘোষণা করেছিলেন 'টাইগার' সলমন নিজেই। তিনি লিখেছিলেন, 'আমার জন্য এই প্রথম গাইলেন অরিজিৎ সিংহ'।


সিনেপ্রেমীরা জানবেন, হিন্দি ছবির জগতে সবচেয়ে ব্যস্ত শিল্পীদের মধ্যে অন্যতম বঙ্গসন্তান অরিজিৎ। ছবি হিট করানোর ফর্মুলা হিসেবেও তাঁর গাওয়া গানকে ব্যবহার করেন পরিচালক-প্রযোজকরা। কিন্তু তার পরও এতদিন সলমনের কোনও ছবিতে গান গাওয়া হয়নি অরিজিতের। একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অরিজিতের মন্তব্যে সলমন ক্ষুণ্ণ হন বলে জানা যায়।


ওই  অনুষ্ঠানে অরিজিৎ মঞ্চে পুরস্কার নিতে উঠলে, তাঁর ঢুলুঢুলু চোখ দেখে সলমন প্রশ্ন জানতে চান, তিনি ঘুমিয়ে পড়েছিলেন কিনা। অরিজিৎ ব্যঙ্গের সুরে জানান, তাঁদের সঞ্চালনা দেখেই ঘুমিয়ে পড়েছিলেন। এর পাল্টা সলমন জানান, 'তুম হি হো'র মতো ঝিমোনো গান বেজে চলেছে বলেই হয়ত ঘুম পেয়ে গিয়েছে অরিজিতের। এতে তাঁদের কোনও দোষ নেই। সেই ঘটনার পরই নাকি সলমনের ছবিতে গান গাওয়ার সুযোগ হারান অরিজিৎ।


কিন্তু সম্প্রতি মুম্বইয়ে সলমনের ফ্ল্যাট থেকে বেরোতে দেখা যায় অরিজিৎকে। সেই ছবি এবং ভিডিও সামনে আসতেই শোরগোল পড়ে যায় সর্বত্র। প্রশ্ন ওঠে, তাহলে কি বৈরিতার অবসান ঘটল? এবার কি সলমনের ছবিতে অরিজিতের গান শোনা যাবে? দু'জনের কেউই এতদিন তা নিয়ে মুখ খোলেননি। তবে গতকাল সেই রহস্যের অবসান ঘটালেন সলমন নিজেই। আর আজ গানের টিজার মন কেড়ে নিল অনুরাগীদের।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial