মুম্বই: ফের মুম্বই ইন্ডিয়ান্সে লাসিথ মালিঙ্গা (Lasith Malinga)। শ্রীলঙ্কার কিংবদন্তি পেসারকে ২০২৪ আইপিএলের (IPL) জন্য বোলিং কোচ নিযুক্ত করল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। শুক্রবার মুম্বই ইন্ডিয়ান্সের তরফে এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হল।


ক্রিকেটার হিসাবে ২০০৯ থেকে ২০১৯ - দশ বছর মুম্বই ইন্ডিয়ান্সে খেলেছেন লাসিথ মালিঙ্গা (Lasith Malinga)। ২০২৪ সালে মার্ক বাউচারকে দেখা যাবে মুম্বই ইন্ডিয়ান্সের হেড কোচ হিসাবে। বোলিং কোচ হিসাবে দায়িত্ব দেওয়া হল লাসিথ মালিঙ্গাকে। এছাড়াও মুম্বই ইন্ডিয়ান্সের কোচিং স্টাফদের মধ্যে রয়েছেন কায়রন পোলার্ড। যিনি মুম্বই ইন্ডিয়ান্সের বহু ম্যাচে মালিঙ্গার সতীর্থ ছিলেন।



তবে শুধু মুম্বই ইন্ডিয়ান্সের আইপিএল দল নয়, দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগে মুম্বই ইন্ডিয়ান্স কেপ টাউন ও মার্কিন যুক্তরাষ্ট্রে মেজর লিগ ক্রিকেটের দল মুম্বই ইন্ডিয়ান্স নিউ ইয়র্কের বোলিং কোচ হিসাবেও দায়িত্ব সামলাবেন মালিঙ্গা।




মালিঙ্গা ২০২১ সাল পর্যন্ত খেলেছেন মুম্বই ইন্ডিয়ান্সে। নিজের পুরনো দলে ফিরতে পেরে খুশি তারকা বোলার। মালিঙ্গা বলেছেন, ‘‌মার্ক (বাউচার), পলি (কায়রন পোলার্ড), রোহিতদের (অধিনায়ক রোহিত শর্মা) সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি। বিশেষ করে বোলিং বিভাগের সঙ্গে। আগের বছর ওদের মনোভাব আমার খুব ভাল লেগেছে। দলের তরুণ প্রতিভারাও ভাল। মুম্বই ইন্ডিয়ান্স পল্টনের সমর্থনে সাফল্য পাব, এটাই আশা আমার।’‌         


 




ক্রিকেটার হিসাবে বল হাতে মুম্বই ইন্ডিয়ান্সকে একাধিক ম্যাচ জিতিয়েছেন মালিঙ্গা। ২০০৯ সাল থেকে মুম্বই ইন্ডিয়ান্সে‌ তিনি। প্রায় ১০ বছর ক্রিকেটার হিসেবে ছিলেন। তারপর এক বছর বোলিং মেন্টর হিসেবেও কাজ করেছেন মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে। এবারও মুম্বই ইন্ডিয়ান্সের নিউ ইয়র্ক দলের সাপোর্ট স্টাফের অঙ্গ ছিলেন স্লিঙ্গা মালিঙ্গা নামে ক্রিকেট বিশ্বে বিখ্যাত পেসার। মুম্বইয়ের হয়ে সাতটি ট্রফি জেতেন মালিঙ্গা। তার মধ্যে রয়েছে চারটি আইপিএল ও দুটো চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি ট্রফি।                                


আরও পড়ুন: সম্পূর্ণ ফিট, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইংল্যান্ডের একাদশে দেখা যেতে পারে স্টোকসকে


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial