মুম্বই:  বলিউডে সাধারণত অভিনেতা-অভিনেত্রীরা প্রেম করলেও, বেশিরভাগ সময় লুকিয়েই রাখেন নিজেদের সম্পর্ককে। নিজেদের একে অপরের খুব ভাল বন্ধু বলেই প্রকাশ্যে বিবৃতি দিয়ে থাকেন ইন্ডাস্ট্রির লোকজন। এবার সেই জায়গা থেকে একটু সরে দাঁড়িয়ে নিজের জীবনের বিশেষ মানুষটিকে বন্ধুর চেয়ে বেশি, সেই স্বীকৃতি দিলেন টাইগার শ্রফ।

 

বহুদিন গুঞ্জন ছিলই। বিভিন্ন অনুষ্ঠানে দিশা পাটানি এবং টাইগার শ্রফকে একসঙ্গে দেখা গিয়েছে। এবার সেই দিশাকেই বন্ধুর চেয়ে বেশি বলে স্বীকৃতি দিলেন টাইগার। তবে শুধু সম্পর্ক নয়, মানুষ হিসেবেও দিশা যে খুবই উচ্চমানের সেকথা বলতে ভোলেননি টাইগার। সাফল্য দিশাকে কখনওই বদলে দিতে পারেনি। মানুষ হিসেবে আজও তিনি মাটির কাছাকাছিই আছেন, মন্তব্য জ্যাকি-পুত্রর।

সামনেই হৃত্বিক রোশনের সঙ্গে কাজ করবেন টাইগার। এই প্রজেক্ট নিয়ে একটু হলেও ভীত তিনি। কারণ তাঁর জীবনের অনুপ্রেরণা হৃত্বিকের সঙ্গে এখানে কাজ করবেন টাইগার।