পাকিস্তানের বিরুদ্ধে ভারতকে সমর্থন করবেন, জানালেন হংকং অধিনায়ক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 16 Sep 2018 10:56 AM (IST)
দুবাই: এশিয়া কাপে পাকিস্তানের সঙ্গে ম্যাচে তাঁর সমর্থন থাকবে ভারতের দিকে। জানালেন হংকং দলের অধিনায়ক অংশুমান রথ। ২০ বছরের অংশুমানের বাবা মা দুজনেই ভারতীয় বংশোদ্ভূত। এবিপি আনন্দের সঙ্গে আলাপচারিতায় তিনি জানিয়েছেন, ভারত-পাক ম্যাচে তাঁর সমর্থন থাকবে ভারতের দিকে। অংশুমান বলেছেন, আমি ভারতীয়, ভারত-হংকং ম্যাচের পর দিন তাই টিভিতে চোখ রাখব আমি। ভারত-পাক ম্যাচ দেখব, সমর্থন করব টিম ইন্ডিয়াকে। অংশুমান সৌরভ গঙ্গোপাধ্যায়ের ফ্যান। এই এশিয়া কাপে নিজের প্রিয় ক্রিকেটারের মত ব্যাট করতে চান তিনি।